Ajker Patrika

ক্রেডিট কার্ড নিয়ে বিশেষ আয়োজন

গ্রাহকের পছন্দের শীর্ষে ইসলামী ব্যাংকের খিদমাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮: ৫১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রমজান মাসজুড়ে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় ইসলামী ব্যাংক ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ নামে একটি আধুনিক, নিরাপদ এবং ব্যয়সাশ্রয়ী ক্রেডিট কার্ড পরিষেবা প্রদান করছে, যা শরিয়াহ্‌ভিত্তিক। এই কার্ডের তিনটি ধরন রয়েছে: ভিসা/মাস্টারকার্ড গোল্ড, ভিসা/মাস্টারকার্ড প্লাটিনাম এবং ভিসা সিগনেচার বা মাস্টারকার্ড ওয়ার্ল্ড। গ্রাহকেরা এই কার্ডের মাধ্যমে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেস, বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি/ফোর ফ্রি ডাইনিং অফার, নির্দিষ্ট মার্চেন্টে পণ্য ক্রয়ের জন্য সুদমুক্ত কিস্তি সুবিধা এবং সেলফিনের মাধ্যমে কার্ডলেস ট্রানজেকশন সুবিধা উপভোগ করতে পারবেন। সহজ লেনদেন এবং সুদমুক্ত পরিষেবার কারণে ইসলামী ব্যাংকের খিদমাহ ক্রেডিট কার্ড গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে।

এই কার্ড সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতনধারী চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের জন্য প্রযোজ্য। গ্রাহকেরা ইসলামী ব্যাংকের ৪০০ শাখা, ২৬৫ উপশাখা এবং ২৭৮৪ এজেন্ট আউটলেট থেকে খিদমাহ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রথম সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি এবং তিনটি সাপ্লিমেন্টারি কার্ড প্রদান করা হয়।

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে অনেকের মধ্যে যে ভীতি রয়েছে, ইসলামী ব্যাংক তা দূর করে সহজে লেনদেন মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। নিয়মিত লেনদেনের তথ্য এসএমএস ও ই-মেইল নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়। এ ছাড়া ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপ সেলফিন ব্যবহার করে গ্রাহকেরা তাঁদের খিদমাহ কার্ডের লেনদেন স্টেটমেন্ট দেখে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ করতে পারেন।

খিদমাহ কার্ডের সবচেয়ে আধুনিক ফিচার হলো, গ্রাহককে কার্ডের ওপর নির্ভরশীল হতে হয় না। যদি কার্ডটি ভুলে নিয়ে না আসেন, সেলফিনের মাধ্যমে খিদমাহ কার্ড থেকে কেনাকাটা এবং এটিএম বুথ থেকে ক্যাশ উত্তোলন করা যায়। কার্ডটি আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তাসমৃদ্ধ ইএমভি চিপভিত্তিক কন্টাক্টলেস এবং ডুয়েল কারেন্সি কার্ড, যা বিশ্বের কোথাও কেনাকাটা এবং ই-কমার্স সাইটে পেমেন্ট করা সম্ভব।

ইসলামী ব্যাংকের খিদমাহ কার্ড ব্যবহারকারীরা সারা বছর ডিসকাউন্ট, ক্যাশব্যাক, মাসিক কিস্তি (ইএমআই) এবং বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি/ফোর অফার উপভোগ করতে পারবেন। ভিসা সিগনেচার এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড খিদমাহ কার্ডধারীরা লাউঞ্জকি অ্যাপের মাধ্যমে ১৫০০+ এয়ারপোর্ট লাউঞ্জে বছরে ৪টি ফ্রি লাউঞ্জ ভিজিট সুবিধা পাবেন। এ ছাড়া পাঁচ তারকা হোটেলে দুবার বাই-ওয়ান গেট-ওয়ান ফ্রি বুফে লাঞ্চ/ডিনার এবং ২০০০-এর বেশি আউটলেটে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা রয়েছে।

খিদমাহ কার্ড ব্যবহারকারীরা জিরো পার্সেন্ট রেটে সর্বোচ্চ ৩৬ মাস মেয়াদি ইএমআই সুবিধা পাবেন এবং ৪৫ দিন পর্যন্ত চার্জমুক্ত ব্যবহারের সুযোগ থাকবে। গ্রাহক প্রয়োজনে অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন। এ ছাড়া বছরে ১৮ বার বা ১ লাখ টাকার বেশি পিওএস/ই-কমার্স পেমেন্ট করলে বার্ষিক ফি মওকুফ করা হবে।

খিদমাহ ক্রেডিট কার্ডের সীমা বিভিন্নভাবে সাজানো হয়েছে: গোল্ড কার্ডের সীমা সর্বোচ্চ ২ লাখ টাকা, প্লাটিনাম কার্ডের সীমা ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা এবং সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডের সীমা ৫ লাখ টাকা থেকে বেশি।

রমজান উপলক্ষে ইসলামী ব্যাংক বিশেষ অফার ঘোষণা করেছে, যার মধ্যে খিদমাহ ক্রেডিট কার্ডও অন্তর্ভুক্ত। এই অফারের মধ্যে কার্ড ও সেলফিন ব্যবহারকারীরা বাই ওয়ান গেট ওয়ান/টু/থ্রি/ফোর অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়া হোটেল সারিনা ঢাকায় ইফতার, ডিনার ও সেহরিতে খিদমাহ ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড কার্ডধারীদের জন্য বাই ওয়ান গেট ফোর অফার এবং অন্যান্য রেস্টুরেন্টে বাই ওয়ান গেট ওয়ান/টু অফার থাকবে।

এ ছাড়া খিদমাহ কার্ড গ্রাহকেরা ১৫টির বেশি রেস্টুরেন্টে ইফতার, ডিনার ও সেহরিতে সর্বোচ্চ ২০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। চট্টগ্রামের হালদি অ্যারাবিয়ান হাউসে ২০% ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যান্য রেস্টুরেন্টেও ৫%-১৫% ডিসকাউন্ট সুবিধা থাকবে।

ইসলামী ব্যাংকের খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পোশাক, লাইফস্টাইল, ফুটওয়্যার, গ্রোসারি সামগ্রী কেনাকাটায় ১৫% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেলফিন বা পিওএস মাধ্যমে বিল পরিশোধে ২০০০ টাকার কেনাকাটায় ৩০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। গোল্ড ও প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৫০০ টাকা এবং সিগনেচার ও ওয়ার্ল্ড কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

এইসব সুবিধার মাধ্যমে ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য আর্থিক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করছে বিশেষত জরুরি মুহূর্তে; যেমন চিকিৎসা ব্যয়, গৃহস্থালি সামগ্রী কেনাকাটা কিংবা ভ্রমণের প্রয়োজনীয়তা দেখা দিলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত