অনলাইন ডেস্ক
কয়েক বছর ধরে মানহার কাছে ঈদ মানেই বিকাশ-এ পাওয়া সালামি। চট্টগ্রাম থেকে বড় চাচা, যশোর থেকে তারিক ভাই, কুষ্টিয়া থেকে বড় মামি—সবাই ঈদে বিকাশ-এ সালামি পাঠিয়ে দেন। এমনকি ঢাকায় যারা আছে, তাদের কাছ থেকেও বিকাশ-এ ই-সালামি পায় মানহা। ঈদ আসতে এখনো বাকি, তবে আগে থেকেই প্রস্তুত সে। এবার কেবল সালামি পাওয়া নয়, ছোট ভাইবোনদেরও সালামি দিতে হবে তার। বিকাশ-এ পাওয়া সালামির বাড়তি পাওনা গ্রিটিংস কার্ড।
কার্ডের এক কোনে ঈদের চাঁদ, সালামির টাকা, সঙ্গে ম্যাসেজ আর নিচে লেখা নাম—সব মিলিয়ে খুশিতে গ্রিটিংস কার্ডটি হয়ে ওঠে বাড়তি আনন্দের। ফেসবুক ওয়ালে বা গ্রুপগুলোতে শেয়ার করতেও ভালো লাগে মানহার।
বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনের বিকাশ গ্রিটিংস কার্ডের কল্যাণে মানহার মতো অনেকের ঈদ আগেই জমে উঠেছে। বিকাশ গ্রাহকেরা এবারও ঈদের শুভেচ্ছা বিনিময়ে আর সালামি বিনিময়ে বিকাশ গ্রিটিংস ব্যবহার করে প্রিয়জনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন। দূর থেকেই যাদের ঈদ উদ্যাপন হবে, তারা মজার বা আবেগঘন ম্যাসেজসহ গ্রিটিংস পাঠিয়ে একে অন্যের সঙ্গে থাকতে পারেন।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে সালামির প্রচলন সেই প্রাচীনকাল থেকেই। প্রযুক্তির সহায়তায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সালামিতে ভিন্নমাত্রা এনেছে বিকাশ। বিকাশ অ্যাপের ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সেন্ড মানির সঙ্গে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালোবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই “গ্রিটিংস কার্ড”টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।
গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে, তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ঈদ সালামি অথবা ঈদ মোবারক অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।
এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে “কার্ডের ম্যাসেজ আপডেট করুন” ট্যাব দেখা যাবে। গ্রাহক চাইলে বিকাশ অ্যাপে সংযুক্ত “ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ” অথবা “ঈদ মোবারক।” এই ম্যাসেজ দুটি রাখতে পারেন অথবা নিজের পছন্দমতো নতুন ম্যাসেজ লিখে দিতে পারেন। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ম্যাসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয়; যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে। যারা সালামি নিতে চান, তারা রিকোয়েস্ট মানি সেবা ব্যবহার করেও সালামির আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন।
যে গ্রাহক, ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ এবং ম্যাসেজ দেখতে পাবেন। তিনি চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন, যেখানে টাকার অঙ্ক দেখা যাবে না, কেবল ম্যাসেজটি দেখা যাবে। এভাবেই মানহার মতো সব বিকাশ গ্রাহকের ঈদ সালামি হয়ে উঠবে আরও বর্ণিল ও স্মৃতিময়।
কয়েক বছর ধরে মানহার কাছে ঈদ মানেই বিকাশ-এ পাওয়া সালামি। চট্টগ্রাম থেকে বড় চাচা, যশোর থেকে তারিক ভাই, কুষ্টিয়া থেকে বড় মামি—সবাই ঈদে বিকাশ-এ সালামি পাঠিয়ে দেন। এমনকি ঢাকায় যারা আছে, তাদের কাছ থেকেও বিকাশ-এ ই-সালামি পায় মানহা। ঈদ আসতে এখনো বাকি, তবে আগে থেকেই প্রস্তুত সে। এবার কেবল সালামি পাওয়া নয়, ছোট ভাইবোনদেরও সালামি দিতে হবে তার। বিকাশ-এ পাওয়া সালামির বাড়তি পাওনা গ্রিটিংস কার্ড।
কার্ডের এক কোনে ঈদের চাঁদ, সালামির টাকা, সঙ্গে ম্যাসেজ আর নিচে লেখা নাম—সব মিলিয়ে খুশিতে গ্রিটিংস কার্ডটি হয়ে ওঠে বাড়তি আনন্দের। ফেসবুক ওয়ালে বা গ্রুপগুলোতে শেয়ার করতেও ভালো লাগে মানহার।
বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনের বিকাশ গ্রিটিংস কার্ডের কল্যাণে মানহার মতো অনেকের ঈদ আগেই জমে উঠেছে। বিকাশ গ্রাহকেরা এবারও ঈদের শুভেচ্ছা বিনিময়ে আর সালামি বিনিময়ে বিকাশ গ্রিটিংস ব্যবহার করে প্রিয়জনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন। দূর থেকেই যাদের ঈদ উদ্যাপন হবে, তারা মজার বা আবেগঘন ম্যাসেজসহ গ্রিটিংস পাঠিয়ে একে অন্যের সঙ্গে থাকতে পারেন।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে সালামির প্রচলন সেই প্রাচীনকাল থেকেই। প্রযুক্তির সহায়তায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সালামিতে ভিন্নমাত্রা এনেছে বিকাশ। বিকাশ অ্যাপের ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সেন্ড মানির সঙ্গে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালোবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই “গ্রিটিংস কার্ড”টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।
গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে, তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ঈদ সালামি অথবা ঈদ মোবারক অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।
এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে “কার্ডের ম্যাসেজ আপডেট করুন” ট্যাব দেখা যাবে। গ্রাহক চাইলে বিকাশ অ্যাপে সংযুক্ত “ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ” অথবা “ঈদ মোবারক।” এই ম্যাসেজ দুটি রাখতে পারেন অথবা নিজের পছন্দমতো নতুন ম্যাসেজ লিখে দিতে পারেন। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ম্যাসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয়; যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে। যারা সালামি নিতে চান, তারা রিকোয়েস্ট মানি সেবা ব্যবহার করেও সালামির আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন।
যে গ্রাহক, ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ এবং ম্যাসেজ দেখতে পাবেন। তিনি চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন, যেখানে টাকার অঙ্ক দেখা যাবে না, কেবল ম্যাসেজটি দেখা যাবে। এভাবেই মানহার মতো সব বিকাশ গ্রাহকের ঈদ সালামি হয়ে উঠবে আরও বর্ণিল ও স্মৃতিময়।
উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও মানুষ ধীরে ধীরে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যা অর্থনীতির আধুনিকায়নের পথে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। এটি শুধু সময় সাশ্রয় করে না, বরং নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫ দিন আগেসিটি ব্যাংক ২০০৪ সালে প্রথম ক্রেডিট কার্ড ইস্যু করে এবং ২০০৯ সালে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ইস্যুয়ার ও অ্যাকুয়ারার হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ-সুবিধা চালু করার মাধ্যমে ক্রেডিট কার্ড খাতে উদ্ভাবনী সেবা প্রদান করে, যা সিটি ব্যাংককে শীর্ষ স্থানে নিয়ে আসে। বর্তম
৫ দিন আগেক্রেডিট কার্ডের জগতে প্রতিযোগিতার ছড়াছড়ি। সেখানে কীভাবে ঢাকা ব্যাংক তার অবস্থান ধরে রেখেছে, ভবিষ্যৎ কী পরিকল্পনা, জানিয়েছেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ। তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার...
৫ দিন আগেবাংলাদেশে যাত্রা শুরুর পর মাস্টারকার্ড এখন কোন অবস্থানে রয়েছে, গ্রাহকের সেবার মান ও নিরাপত্তার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাৎকার নিয়েছেন
৫ দিন আগে