Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে আমবাগানে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আমবাগানে পড়ে ছিল নারীর গলাকাটা লাশ

গাজীপুরের সদর উপজেলার একটি আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় একটি আমবাগানে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। 

ঘটনার খবর পেয়ে গাজীপুর পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদের রহমান জানান, ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করা হয়েছে। সার্ভারে সমস্যা থাকায় পরিচয় পাওয়া যায়নি। চেষ্টা করা হচ্ছে। 

পুলিশের একাধিক সূত্র জানায়, লাশের পরনে সবুজ ও হলুদ রঙের ম্যাক্সি জাতীয় পোশাক ছিল। পাশে একটি হাতব্যাগ, অল্প কিছু দূর কালো রঙের বোরকা ও রক্তমাখা একটি চাকু পাওয়া গেছে। লাশের হাতে চুড়ি ছিল। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার পর থেকে ১টার মধ্যে কোনো সময় তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

‘লাভের’ তামাকে বড় ক্ষতি শিশু ও বৃদ্ধদের

টুকিটাকিতে সবার নজর

বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সম্পত্তিতে নারীর সমান ভাগের প্রস্তাব থাকবে

আইনশৃঙ্খলা বাহিনীর মতোই অভিযান চালায় ডাকাত দল

রাজধানীতে রাস্তার গ্যাসলাইন লিক হয়ে ঘরে আগুন, স্বামী-স্ত্রীর মৃত্যু

এক বাড়ির এক গ্রাম: ছেলের শোকে স্মৃতি ফেলে গেলেন সিরাজুল

সাভারে ৮৪ শতাংশ পোশাক কারখানার বোনাস পরিশোধ