কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকারঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন। তাই দ্রুত নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানাটি উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে কালিয়াকৈর পালপাড়া এলাকায় জাহাঙ্গীর ও আলমগীর গংদের জমি ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গড়ে তোলেন বহিরাগত আবুল কালাম নামের এক ব্যক্তি। তিনি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিষিদ্ধ পলিথিন কারখানাটি চালাচ্ছেন বলেও জানিয়েছেন জমির মালিক জাহাঙ্গীর আলম।
কারখানা সূত্রে জানা গেছে, প্রথমে পুরোনো প্লাস্টিক, কনটেইনারসহ বিভিন্ন ভাঙারি আসবাব থেকে পলিথিন তৈরির কাঁচামাল উৎপাদন করা হয়। পরে ওই কাঁচামাল গলিয়ে পলিথিনে রূপান্তর করা হয়। আর এই কাজ করতে সৃষ্টি হয় এক অদৃশ্য ক্ষতিকর গ্যাসের।
জানা গেছে, ওই কারখানায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন তৈরি করা হয়। এসব পলিথিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করা হচ্ছে। কারখানার পলিথিন তৈরির গন্ধ ও দূষিত বাতাসে শ্বাসপ্রশ্বাস, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজসহ সৃষ্টি হতে পারে প্রাণঘাতী ক্যানসারের। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধা ও গর্ভবতী নারীরা। ওই এলাকার বেশির ভাগ লোক সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাঁরা ভয়ে কিছু বলতে পারেন না বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকার বিষয়টি স্বীকার করে কারখানার মালিক আবুল কালাম মোবাইল ফোনে বলেন, ‘পলিথিনের ব্যাগ সব জায়গায় চলে। সারা দেশে পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, ‘নিষিদ্ধ পলিথিনের কারখানার খবর পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে আমরা ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অচিরেই অভিযান চালিয়ে ওই কারখানা উচ্ছেদ করব।’
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ কারখানায় অবাধে তৈরি করা হচ্ছে সরকারঘোষিত নিষিদ্ধ পলিথিন। এ ছাড়া পলিথিন কারখানা থেকে অনবরত ছড়াচ্ছে বিষাক্ত অদৃশ্য গ্যাস। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জনজীবন। তাই দ্রুত নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানাটি উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, কয়েক মাস আগে কালিয়াকৈর পালপাড়া এলাকায় জাহাঙ্গীর ও আলমগীর গংদের জমি ভাড়া নিয়ে নিষিদ্ধ পলিথিনের অবৈধ কারখানা গড়ে তোলেন বহিরাগত আবুল কালাম নামের এক ব্যক্তি। তিনি পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিষিদ্ধ পলিথিন কারখানাটি চালাচ্ছেন বলেও জানিয়েছেন জমির মালিক জাহাঙ্গীর আলম।
কারখানা সূত্রে জানা গেছে, প্রথমে পুরোনো প্লাস্টিক, কনটেইনারসহ বিভিন্ন ভাঙারি আসবাব থেকে পলিথিন তৈরির কাঁচামাল উৎপাদন করা হয়। পরে ওই কাঁচামাল গলিয়ে পলিথিনে রূপান্তর করা হয়। আর এই কাজ করতে সৃষ্টি হয় এক অদৃশ্য ক্ষতিকর গ্যাসের।
জানা গেছে, ওই কারখানায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন তৈরি করা হয়। এসব পলিথিন দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করা হচ্ছে। কারখানার পলিথিন তৈরির গন্ধ ও দূষিত বাতাসে শ্বাসপ্রশ্বাস, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজসহ সৃষ্টি হতে পারে প্রাণঘাতী ক্যানসারের। সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধা ও গর্ভবতী নারীরা। ওই এলাকার বেশির ভাগ লোক সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাঁরা ভয়ে কিছু বলতে পারেন না বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র না থাকার বিষয়টি স্বীকার করে কারখানার মালিক আবুল কালাম মোবাইল ফোনে বলেন, ‘পলিথিনের ব্যাগ সব জায়গায় চলে। সারা দেশে পলিথিন উৎপাদন করা হচ্ছে, আমিও করছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, ‘নিষিদ্ধ পলিথিনের কারখানার খবর পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে আমরা ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অচিরেই অভিযান চালিয়ে ওই কারখানা উচ্ছেদ করব।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৫ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২২ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫