টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।
একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টা থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠ টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটির ৫০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে আসছিল কারখানা কর্তৃপক্ষের কাছে। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধের আশার দেয়। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলে বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। দাবি আদায় করতে রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান করে শ্রমিকেরা। পরে শ্রমিকেরা রাতে কারখানা থেকে বেড়িয়ে কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকেরা শাখা সড়কটিতে টায়ার ও কাঠের টুকরায় আগুন ধরিয়ে দেয়।
একাধিক শ্রমিক জানান, কয়েক দিন যাবৎ কারখানা মালিক আমাদের পাওনা পরিশোধে আশ্বাস দিলেও পাওনা পরিশোধে করেননি। শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হবে। আমরা কীভাবে ঈদ করব? সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছি। বেতন না পেলে ঘরে ফিরব না।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোটা ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করছে। কারখানা মালিকের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৫ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২২ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫