সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ। এ ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শতভাগ কারখানা বোনাস পরিশোধ করেছে।
আজ বৃহস্পতিবার শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা ইপিজেডে ৯০টিসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে মোট ৫৫৯টি পোশাক কারখানা রয়েছে। ইপিজেডের বাইরে বিজিএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৪০১টি এবং বিকেএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৬৮টি।
এর মধ্যে ইপিজেডের সব পোশাক কারখানা বোনাস পরিশোধ করেছে। বিজেএমইএর অন্তর্ভুক্ত ৩৩৫টি ও বিকেএমইএর অন্তর্ভুক্ত ৫০টি কারখানা বোনাস পরিশোধ করেছে। অর্থাৎ ইপিজেডসহ মোট ৪৭৫টি কারখানার শ্রমিক বোনাস বুঝে পেয়েছেন। শতকরা হিসেবে যা দাঁড়ায় প্রায় ৮৪ শতাংশ (৮৩ দশমিক ৪৮ শতাংশ)।
পোশাক কারখানা ছাড়াও এই অঞ্চলে ছোটবড় মিলিয়ে আরও প্রায় ১ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে ওষুধ, সিরামিক, খাদ্যজাত পণ্য, চামড়া, ইলেকট্রনিকসসহ নানা ধরনের কারখানা, যার ৯০ শতাংশই ইতিমধ্যে বোনাসসহ ঈদের ছুটি দিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানাসহ অন্যান্য ৯০ শতাংশ কারখানা আজ বেতন–বোনাস পরিশোধ করে ছুটি দিয়েছে। বাকিগুলোর পর্যায়ক্রমে শুক্র ও শনিবার ছুটি হবে। এর আগে ২৫ মার্চ বেশ কিছু কারখানা ছুটি দিয়েছিল। আমরা নজরদারি রেখেছি, কোথাও কোনো বিশৃঙ্খলা এখনো ঘটেনি।’
ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ। এ ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শতভাগ কারখানা বোনাস পরিশোধ করেছে।
আজ বৃহস্পতিবার শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা ইপিজেডে ৯০টিসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে মোট ৫৫৯টি পোশাক কারখানা রয়েছে। ইপিজেডের বাইরে বিজিএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৪০১টি এবং বিকেএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৬৮টি।
এর মধ্যে ইপিজেডের সব পোশাক কারখানা বোনাস পরিশোধ করেছে। বিজেএমইএর অন্তর্ভুক্ত ৩৩৫টি ও বিকেএমইএর অন্তর্ভুক্ত ৫০টি কারখানা বোনাস পরিশোধ করেছে। অর্থাৎ ইপিজেডসহ মোট ৪৭৫টি কারখানার শ্রমিক বোনাস বুঝে পেয়েছেন। শতকরা হিসেবে যা দাঁড়ায় প্রায় ৮৪ শতাংশ (৮৩ দশমিক ৪৮ শতাংশ)।
পোশাক কারখানা ছাড়াও এই অঞ্চলে ছোটবড় মিলিয়ে আরও প্রায় ১ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে ওষুধ, সিরামিক, খাদ্যজাত পণ্য, চামড়া, ইলেকট্রনিকসসহ নানা ধরনের কারখানা, যার ৯০ শতাংশই ইতিমধ্যে বোনাসসহ ঈদের ছুটি দিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানাসহ অন্যান্য ৯০ শতাংশ কারখানা আজ বেতন–বোনাস পরিশোধ করে ছুটি দিয়েছে। বাকিগুলোর পর্যায়ক্রমে শুক্র ও শনিবার ছুটি হবে। এর আগে ২৫ মার্চ বেশ কিছু কারখানা ছুটি দিয়েছিল। আমরা নজরদারি রেখেছি, কোথাও কোনো বিশৃঙ্খলা এখনো ঘটেনি।’
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৫ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২২ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫