Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিজয় দিবসে উপজেলা প্রশাসনের চাঁদাবাজি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

বিজয় দিবসে উপজেলা প্রশাসনের চাঁদাবাজি

চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন থেকে চাঁদা তুলে বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এক সপ্তাহ ধরে চলছে এসব চাঁদাবাজি। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, ‘জাতীয় অনুষ্ঠান বাবদ সরকারি বরাদ্দ কম থাকায় এলাকার ধনাঢ্য ব্যক্তি ও কিছু সংগঠনের কাছ থেকে অর্থ নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এলাকার বিত্তশালীরা এগিয়ে এসেছেন। এবার আমরা ভিন্নকিছু উপহার দিতে পারব। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের বিশেষ উপহার এবং তাঁদের সৌজন্যে মেজবানের আয়োজন করা হয়েছে।’

ইউএনও দোষের কিছু না দেখলেও উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন বলেছেন, ‘বিজয় আমাদের অহংকার, আমাদের গর্ব। চাঁদা তুলে বিজয় দিবস উদ্‌যাপন করা স্বাধীনতার চেতনার মধ্যে পড়ে না। এটি আমরা মেনে নিতে পারি না।’

জানা গেছে, ১৬ ডিসেম্বর উপজেলা চত্বরে এ অনুষ্ঠান হবে। আয়োজনের মধ্যে রয়েছে সদরের একটি কনভেনশন সেন্টারে ১১০০ লোকের মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের নাম করে ব্যক্তি পর্যায়ে সর্বনিম্ন ৫ হাজার এবং সংগঠন থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলার একতা ব্রিকসের মালিক এস এম খসরু চৌধুরী বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আমরা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ৪০ হাজার টাকা দিয়েছি। এত টাকা দিয়ে তারা করবেটা কী?’

উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আবুল মুনসুর বলেন, ‘উপজেলায় ২২টি চালকল রয়েছে। ১৬ ডিসেম্বরের প্রোগ্রামে আমরা চারটি চালকল থেকে ১০ হাজার করে এবং বাকি ১৮টি ৫ হাজার টাকা করে চাঁদা দিয়েছি।’

করাতকলগুলো থেকেও চাঁদা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা করাতকল মালিক সমিতির সদস্য শহীদুল আলম। তিনি বলেন, ‘প্রতিবছরই সরকারি

অনুষ্ঠানে আমাদের কাছ থেকে উপজেলা প্রশাসন টাকা নেয়। এ বছর উপজেলার সব করাতকল ৫ হাজার করে টাকা দিয়েছে।’

বাদ যায়নি নিকাহ রেজিস্ট্রাররাও। উপজেলা নিকাহ রেজিষ্ট্রার ও কাজি সমিতির সভাপতি কাজি মো. আবদুল হালিম বলেন, ‘ইউএনও আমাদের ২১টি ইউনিয়নের কাজিদের কাছে ১ লাখ টাকা দাবি করেন। আমরা সবাই মিলে ৫০ হাজার টাকা দিয়েছি।’

উপজেলার ৫০ জন ঠিকাদার মিলে ৩ লাখ টাকা দিয়েছেন বলে জানান উপজেলা ঠিকাদার সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান টিটু।

সরকারি কর্মকর্তারাও ইউএনওর চাঁদা আদায়ের অভিযোগ করেছেন। উপজেলা খাদ্যগুদামের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘জাতীয় কোনো অনুষ্ঠান হলে আমরা উপজেলা প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। এ বছরও বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে প্রশাসনকে আর্থিক সহযোগিতা করেছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি