Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এনআইডির তথ্য সংশোধন জটিলতায় প্রবাসীরা

রাহুল শর্মা, প্যারিস (ফ্রান্স) থেকে

এনআইডির তথ্য সংশোধন জটিলতায় প্রবাসীরা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুলে পাসপোর্ট করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন প্রবাসীরা। বর্তমানে ফ্রান্সে অবস্থানরত অন্তত ১৫ জন প্রবাসী এনআইডিসংক্রান্ত জটিলতায় পড়ার কথা জানিয়েছেন। এ অবস্থায় দূতাবাসে এনআইডি সংশোধন সেবা চালুর দাবি তুলেছেন তাঁরা।

বর্তমানে বিদেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাসপোর্টসংক্রান্ত সেবা পাওয়া গেলেও এনআইডির সেবা নেই। এনআইডিতে ভুল থাকায় অনেক প্রবাসী পাসপোর্ট তৈরি ও সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি করতে পারছেন না। নির্ভুল পাসপোর্ট তৈরি করতে না পারায় প্রবাসে অবৈধ হয়ে পড়ছেন অনেকে। কর্মক্ষেত্র ছেড়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তাঁরা।   

এ বিষয়ে প্যারিসের বাসিন্দা মো. কামরুজ্জামান বলেন, ‘এনআইডি সংশোধনের জটিলতায় অনেক প্রবাসী পাসপোর্ট করতে পারছেন না। ফলে তাঁরা অবৈধ হয়ে যাচ্ছেন। এ সমস্যা সমাধান করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

আরেক প্রবাসী জামাল আহমেদ বলেন, প্রবাসে বৈধভাবে থাকার জন্য পাসপোর্ট প্রয়োজন। কিন্তু জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত জটিলতায় নির্ভুল পাসপোর্ট তৈরি করা যাচ্ছে না। এতে নানা জটিলতায় পড়তে হচ্ছে।

১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম। এতে প্রবাসীদের ভোগান্তির কথা তুলে ধরে দূতাবাসের মাধ্যমে এনআইডি সংশোধনের সুযোগ দাবি করা হয়।  

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ১ কোটির বেশি মানুষ দেশের বাইরে আছেন। বিভিন্ন কাজে প্রবাসীদের এনআইডি প্রয়োজন। এনআইডি সংশোধনসহ কোনো জটিলতা হলে তাঁরা দূতাবাসগুলোকে জানিয়ে থাকেন। কিন্তু দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা দিতে হলে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমার জানামতে, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এটা নিয়ে আলোচনা চলছে। দু-এক জায়গায় পরীক্ষামূলকভাবে চালু করার চিন্তাভাবনা হচ্ছে। সরকার এ সিদ্ধান্ত নিলে এবং দূতাবাসগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করলে, দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা দেওয়া সম্ভব।’

ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের কবে নাগাদ  ই-পাসপোর্ট দেওয়া হবে, এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘শিগগির এখানে ই-পাসপোর্ট দেওয়া শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় মেশিনপত্র বসাতে হবে, তারপর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এখানে জায়গার কিছুটা সংকট আছে। তবে আমরা দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি