মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের লটারি সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল সরকার বলেন, ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ২০০ ছাত্র ও ১০০ ছাত্রী ভর্তি করা হবে। কিন্তু ভর্তির জন্য আবেদন করেছে প্রায় ৭০০ জন। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লটারি সম্পন্ন করা হয়।