Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আজ ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য

এক দিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার সারা দেশে গণটিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইনের আওতায় বুস্টার তৃতীয় ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাগুলোর ওয়ার্ড পর্যায়েও কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। সারা দেশে ৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে এক দিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আজ ১৮ বছর বা এর বেশি বয়সী টিকাগ্রহীতাদের মধ্যে যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস অতিবাহিত হয়েছে, তাঁদের বুস্টার ডোজ দেওয়া হবে। আর প্রথম ডোজ পাওয়ার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও যাঁরা দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি, তাঁদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের মোট জনসংখ্যার ৭৬ দশমিক শূন্য ৫ শতাংশ প্রথম ডোজ, ৭০ দশমিক ৩ শতাংশ দ্বিতীয় ডোজ এবং ১৭ দশমিক ৯ শতাংশ বুস্টার (তৃতীয়) ডোজের টিকা পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৭৮ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। অন্যদিকে ১৩ কোটি মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছে। এ অবস্থায় মজুত টিকা শেষ হলে প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহীতাদের কীভাবে বুস্টার ডোজের টিকা দেওয়া হবে—জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোভ্যাক্সের মাধ্যমে টিকা আনা হবে। নতুন আরও তিন কোটি টিকা আমরা পাব।’

মন্ত্রী আরও জানান, কোভ্যাক্সের আওতায় বিনা মূল্যে টিকা পাওয়া যাবে। কিন্তু দেশে বিপুল পরিমাণ টিকা মজুত থাকলে নতুন করে টিকা আনা সম্ভব নয়। এ জন্য টিকাদান বাড়ানোর ওপর জোর দেন জাহিদ মালেক। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে বলে জানান তিনি। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের নিবন্ধন করলে আগামী মাস থেকেই ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু হবে। তবে নিবন্ধন ছাড়া শিশুদের টিকা দেওয়া হবে না।

এদিকে দেশে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১০ হাজার ৯৭৪ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। এর আগে, রোববার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং মৃত্যু হয় চারজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪১ জনের।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি