হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

দাঁতের মর্যাদা রাখুন

ডা. রাহুল মিত্র

দাঁতের ইনফেকশন অবহেলা করার সুযোগ নেই। কারণ, দাঁতে জীবাণুর সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে তা থেকে স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা ফুসফুসের মতো অঙ্গ আক্রান্ত হয়ে দেখা দিতে পারে জটিল সমস্যা।

•    দাঁতে পেরিওডন্টাল ইনফেকশন (পেরিওডন্টাইটিস) যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
•    দাঁতের জীবাণু নিশ্বাসের মাধ্যমে ফুসফুস আক্রান্ত করতে পারে।
•    দাঁতের ইনফেকশন বা পেরিওডন্টাইটিসের কারণে হৃদ্‌রোগের ঝুঁকি বেড়ে যায়।
•    ডায়াবেটিস রোগীদের দাঁতের সংক্রমণ হলে তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
•    দাঁতের ইনফেকশন থাকা অবস্থায় কোনো রোগীর হার্ট, চোখ, কান, মস্তিষ্ক অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আমাদের মুখের ভেতরে বিভিন্ন ধরনের প্রায় সাত শ জীবাণুর বসবাস। এসব জীবাণু ঢোক গেলা এবং নিশ্বাস-প্রশ্বাসের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। শরীরের যেকোনো অঙ্গের মতো দাঁতের যত্নও খুব দরকার। তাই দাঁত ভালোভাবে সংরক্ষণ করতে নিয়মিত দাঁতের যত্ন যেমন নিতে হবে, তেমনি ডেন্টাল চেকআপও জরুরি।

লেখক: চিফ কনসালট্যান্ট (ডেন্টাল ইউনিট), আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।

হাঁচি-কাশি হলে অবহেলা নয়, সচেতনতা দরকার

আপনার শিশু কি লম্বা হচ্ছে না

ঋতু অনুযায়ী ফল খাওয়ার উপকারিতা

ঈদযাত্রায় সতর্ক থাকুন

নবজাতকের অসুস্থতার লক্ষণগুলো কী

হেপাটাইটিস বি লক্ষণ ও চিকিৎসা

শিশু-কিশোরদের যে ধরনের পানীয় না দেওয়া ভালো

ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত রোগীদের রোজা রাখা

গ্লকোমার জন্য যাদের চক্ষু পরীক্ষা জরুরি

লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ ও প্রতিকার