Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ট্রুডোর বিদায়, এবার ভারত-কানাডা সম্পর্ক কি জোড়া লাগবে

অনলাইন ডেস্ক

ট্রুডোর বিদায়, এবার ভারত-কানাডা সম্পর্ক কি জোড়া লাগবে
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা কানাডার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে প্রস্তুত। আজ শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অটোয়ায় অ্যান্টি-ইন্ডিয়ানদের প্রশ্রয় দেওয়ার কারণেই দুই দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সম্পর্ক পুনর্গঠন করবে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত-কানাডা সম্পর্কের অবনতি ঘটেছে কানাডায় চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী উপাদানদের লাইসেন্স দেওয়ার কারণে। আমরা আশা করি, পারস্পরিক আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন করতে পারব।’

কয়েক মাস ধরে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। মূলত খালিস্তানিদের উপস্থিতির কারণেই এই টানাপোড়েন। দিল্লির অভিযোগ এই খালিস্তানিরা কানাডায় বসে ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। এই খালিস্তানিদের ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিতেও দেখা গেছে ভারতকে।

২০২৪ সালের অক্টোবরে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার বিষয়ে অভিযোগ করেন ট্রুডো। এর পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে। ট্রুডোর এই অভিযোগের পর উভয় দেশ সিনিয়র কূটনীতিকদের বহিষ্কার করে। কানাডার ফেডারেল পুলিশ দাবি করে, তারা ভারতীয় এজেন্টদের কানাডার মাটিতে অবৈধ কার্যকলাপে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে। এর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মতো ঘটনাও আছে।

তবে প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর সরে দাঁড়ানো কানাডার রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীর আসার পর পরিবর্তন আসতে পারে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও।

অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ৬ জানুয়ারি পরবর্তী নির্বাচনে নেতৃত্ব দেওয়ার অক্ষমতার কথা উল্লেখ করে পদত্যাগ করেন ট্রুডো। এরপর মার্ক কার্নি নতুন কানাডীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়। কার্নি অতীতেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিচ্ছন্ন শক্তির প্রতি প্রতিশ্রুতির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

ভূমিকম্প: ব্যাংককে কেন একটিমাত্র ভবন ধসে পড়ল, বাকিগুলো কেন অক্ষত

ব্রিটিশদের হতাশ করে রেকর্ড ২৭ কোটি ডলারের জ্যাকপট জিতলেন অস্ট্রিয়ান

ঈদের আগেই গাজায় যুদ্ধবিরতি শুরুর তোড়জোড়, ভবিষ্যৎ অনিশ্চিত

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুর মিছিলের মধ্যেই গাজায় চলছে ঈদ প্রস্তুতি

এক ভবনেই চাপা পড়েছেন ৯০ জন

গ্রিনল্যান্ডে বলপ্রয়োগের প্রয়োজন হবে না

টয়লেট পেপারের সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ১৬০০ ছাড়াল

শত শত বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে কেন

ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করল নরওয়ের পার্টিয়েট সেন্ট্রাম