অনলাইন ডেস্ক
ব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার লটারি অপারেটর জানিয়েছে—ইউরোমিলিয়নস চালুর পর থেকে এই নিয়ে মোট ১৯ বার অস্ট্রিয়ানরা এই জ্যাকপট জিতলেন। গত মঙ্গলবার ২৩৫ মিলিয়ন ডলারের জ্যাকপট কেউ না জেতায় শুক্রবারের ড্রয়ের পুরস্কার আরও বেড়ে যায়।
এর আগে, গত বছরের ১৯ জুলাই এক ব্যক্তি ২৫ কোটি ডলারের লটারি জিতেছিলেন। তবে এবারে সেই রেকর্ডও ভেঙে গেল। তারও আগে, ২০২২ সালের মে মাসে গ্লচেস্টারের জো এবং জেস থোয়েট প্রায় ২৪ কোটি ডলারের লটারি জিতেছিলেন। গত বছরের আগের রেকর্ড জয়ী জো থোয়েট তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘সকালে ঘুম ভেঙে একটি ই-মেইল দেখতে পাই এবং জানতে পারি আমরা জিতেছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি এবং কী করব তা বুঝতে পারছিলাম না।’ তাঁর স্ত্রী জেস থোয়েটও প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি।
এই জয় তাদের জীবনে বড় পরিবর্তন এনেছে। জেস থোয়েট বলেন, ‘এই জয় আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে, যা আগে ছিল না। আমরা এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব এবং বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারব।’ এই দম্পতি জানান, তাদের সন্তানেরা দীর্ঘদিন ধরে হাওয়াই যাওয়ার স্বপ্ন দেখছিল, যা এখন সত্যি হতে চলেছে।
এই বিশাল জ্যাকপট হাতছাড়া হওয়ায় যুক্তরাজ্যের লটারি অংশগ্রহণকারীরা স্বাভাবিকভাবেই হতাশ। তাই এখন তাদের ইউরোমিলিয়নসের পরবর্তী ড্রয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
ব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার লটারি অপারেটর জানিয়েছে—ইউরোমিলিয়নস চালুর পর থেকে এই নিয়ে মোট ১৯ বার অস্ট্রিয়ানরা এই জ্যাকপট জিতলেন। গত মঙ্গলবার ২৩৫ মিলিয়ন ডলারের জ্যাকপট কেউ না জেতায় শুক্রবারের ড্রয়ের পুরস্কার আরও বেড়ে যায়।
এর আগে, গত বছরের ১৯ জুলাই এক ব্যক্তি ২৫ কোটি ডলারের লটারি জিতেছিলেন। তবে এবারে সেই রেকর্ডও ভেঙে গেল। তারও আগে, ২০২২ সালের মে মাসে গ্লচেস্টারের জো এবং জেস থোয়েট প্রায় ২৪ কোটি ডলারের লটারি জিতেছিলেন। গত বছরের আগের রেকর্ড জয়ী জো থোয়েট তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘সকালে ঘুম ভেঙে একটি ই-মেইল দেখতে পাই এবং জানতে পারি আমরা জিতেছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি এবং কী করব তা বুঝতে পারছিলাম না।’ তাঁর স্ত্রী জেস থোয়েটও প্রথমে বিষয়টি বিশ্বাস করেননি।
এই জয় তাদের জীবনে বড় পরিবর্তন এনেছে। জেস থোয়েট বলেন, ‘এই জয় আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে, যা আগে ছিল না। আমরা এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিতে পারব এবং বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারব।’ এই দম্পতি জানান, তাদের সন্তানেরা দীর্ঘদিন ধরে হাওয়াই যাওয়ার স্বপ্ন দেখছিল, যা এখন সত্যি হতে চলেছে।
এই বিশাল জ্যাকপট হাতছাড়া হওয়ায় যুক্তরাজ্যের লটারি অংশগ্রহণকারীরা স্বাভাবিকভাবেই হতাশ। তাই এখন তাদের ইউরোমিলিয়নসের পরবর্তী ড্রয়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তাঁর স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা ব্যবহার কোরো।’
২ ঘণ্টা আগেভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকার সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এ তথ্য জানিয়েছে। এমআরটিভির তথ্য অনুযায়ী, এই যুদ্ধবিরতি ২ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে
৩ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনের দাবি, এই শুল্ক হবে ‘পারস্পরিক’ ও ‘ন্যায্য’। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলো পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে। ধারণা করা হচ্ছে, এই শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমান আঘাত
৪ ঘণ্টা আগেইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর বিরোধী দলগুলো তুরস্কের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানির পণ্য ও সেবা বয়কটের ডাক দিয়েছে। উত্তাল তুরস্কে গত এক দশকের মধ্যে এত বড় বিক্ষোভ আগে কেউ কখনো দেখেনি। সরকারি নিষেধাজ্ঞা-গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে দেশজুড়ে বিভিন্ন স্থানে জমায়েত হয়েছ
৪ ঘণ্টা আগে