Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৮৯ 

অনলাইন ডেস্ক

আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৮৯ 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সেই সঙ্গে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বুধবার (২২ জুন) নতুন করে আরও ৭ জনের মৃত্যুর কথা জানা গেছে। এ নিয়ে রাজ্যটিতে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, চলমান বন্যা পরিস্থিতিতে রাজ্যের ৩২টি জেলায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বারপেটা জেলা। সেখানকার ১২ লাখ ৫১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত এক সপ্তাহের বন্যায় ইতিমধ্যে আসামের ৫ হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ৬০ হাজারের বেশি গবাদিপশু। পুরোপুরি ও আংশিক বিধ্বস্ত হয়েছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যের ৩২টি জেলায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্সএদিকে বন্যার্তদের সহায়তা দিতে ২৭ জেলায় ১ হাজার ৬৮৭টি ত্রাণশিবির খুলেছে সরকার। এরই মধ্যে আসামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন ত্রাণশিবিরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। রাজ্য সরকার শিগগিরই বন্যার ক্ষয়ক্ষতি হিসেব করে আর্থিক সহায়তার ঘোষণা দেবে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের মুখ্যমন্ত্রীকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি