Ajker Patrika

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তাই জোর করে ‘খবর তৈরির’ কোনো প্রয়োজন নেই। আজ শনিবার নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভের মতো বৃহৎ আয়োজন দক্ষতার সঙ্গে সংগঠিত করার ভারতের সক্ষমতার কথা উল্লেখ করে এ কথা বলেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার এনএক্সটি কনক্লেভ-২০২৫—এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সারা বিশ্ব ভারত সম্পর্কে বিস্তারিত জানতে চায়। সারা বিশ্বের মানুষ ভারত আসতে চায়। আজ ভারত এমন একটি দেশ, যেখানে প্রতিদিন ইতিবাচক খবর তৈরি হচ্ছে। এখানে খবর তৈরির প্রয়োজন নেই। প্রতিদিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।’

মোদি বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহা কুম্ভ মেলা সমাপ্ত হয়। বিশ্ব অবাক হয়ে ভাবছে, কীভাবে সম্ভব যে একটি নদীর তীরে একটি অস্থায়ী শহরে কোটি কোটি মানুষ পবিত্র স্নান করতে আসে। বিশ্ব ভারতের সংগঠন ও উদ্ভাবনী দক্ষতা প্রত্যক্ষ করছে। বিশ্ব এই ভারতকে বিস্তারিতভাবে জানতে চায়।’

উল্লেখ্য, ২০২৫ সালের মহা কুম্ভ মেলা গত ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিনে সমাপ্ত হয়। এই মেলা আধ্যাত্মিক ঐক্য, ঐশ্বরিক শক্তি এবং অতিপ্রাকৃত তাৎপর্যে পূর্ণ এক ঐতিহাসিক ঘটনা। গত ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায় ৬৬ কোটি ২১ লাখেরও বেশি ভক্ত পবিত্র ত্রিবেণিতে স্নান করেন।

গত মাসে ফ্রান্সে এআই শীর্ষ সম্মেলনে তাঁর সফরের কথা উল্লেখ করে মোদি বলেন, ভারত অনেক বৈশ্বিক শীর্ষ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘সম্প্রতি, আমি ফ্রান্সে এআই শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। ভারত এআই শীর্ষ সম্মেলনের সহ-আয়োজক ছিল। এই সম্মেলনে বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। এখন এই শীর্ষ সম্মেলন আয়োজনের পালা ভারতের।’

মোদি বলেন, ‘ভারত সফলভাবে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। ভারত বিশ্বকে একটি নতুন অর্থনৈতিক পথ দিয়েছে—ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইইসি)। আমরা আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গ্লোবাল সাউথকে একটি কণ্ঠস্বর দিয়েছি...আমাদের জন্য দ্বীপ রাষ্ট্রগুলো অগ্রাধিকার।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে প্যারিসে এআই অ্যাকশন সামিটে সহ সভাপতিত্ব করেন মোদি। তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির মতো ক্ষেত্রে উন্নতির মাধ্যমে এআই লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করতে পারে। ভারত পরবর্তী এআই শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত