ভারতের কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের অদূরে পুলিশ বাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং অপর জন সেকশন গ্রেড কনস্টেবল। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। হামলাকারীদের খোঁজে চলছে তল্লাশি।
ভারতের প্রধানমন্ত্রী এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।