ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে উদ্বোধন হলো বিশ্বের দীর্ঘতম জোড়া সুড়ঙ্গ সড়ক। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার অরুণাচলের সেলা অঞ্চলে এটির উদ্বোধন করেন।
এনডিটিভি জানিয়েছে, সেলা টানেল নামের এই জোড়া সুড়ঙ্গের মাধ্যমে প্রতিবেশী রাজ্য আসামের রাজধানী গুয়াহাটি এবং তাওয়াংয়ের সঙ্গে অরুণাচলের সেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটির একটি সুড়ঙ্গ ৯৮০ মিটার এবং অপরটি ১ হাজার ৫৫৫ মিটার লম্বা। প্রথম সুড়ঙ্গটি এক লেনের, দ্বিতীয়টি দুই লেনের। তবে দ্বিতীয় সুড়ঙ্গের দুই নম্বর লেনটি শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে।