Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আবারও ১০০ কোটি ডলারের মালিকদের ক্লাবে গৌতম আদানি

অনলাইন ডেস্ক

আবারও ১০০ কোটি ডলারের মালিকদের ক্লাবে গৌতম আদানি

ভারতীয় ধনকুবের গৌতম আদানির ব্যক্তিগত সম্পদ আবারও বেড়েছে। ফের তিনি উঠে গেছেন বিশ্বের ১০০ কোটি ডলারের মালিকদের অভিজাত ক্লাবে। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর দ্রুতগতিতে সম্পদ হারাতে থাকা আদানি গ্রুপের শেয়ারের মূল্য আবারও বাড়তে শুরু করেছে। আর তারই ধারাবাহিকতায় গৌতম আদানির সম্পদও ছাড়িয়ে গেছে ১০০ কোটি ডলার। 
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সের বরাত দিয়ে জানিয়েছে, গৌতম আদানি এখন বিশ্বের ১২ তম শীর্ষ ধনী। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ১০১ বিলিয়ন ডলার। গত সপ্তাহের আগে থেকেই টানা ৮ দিন ধরে আদানি গ্রুপের শেয়ার দাম প্রায় ১৩০ শতাংশ বেড়েছে। 

মার্কিন প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনলে গৌতম আদানি ও তাঁর প্রতিষ্ঠানের শেয়ার দর হু হু করে কমতে থাকে। তবে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট ও দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা (সেবি) এসব অভিযোগ থেকে আদানি গ্রুপকে ক্লিন চিট দিয়েছে। এর পরপরই আদানি গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের শেয়ার দর ফের বাড়তে শুরু করে। 

হিন্ডেনবার্গের প্রতিবেদনে বলা হয়েছিল, ‘আদানি গ্রুপ কয়েক দশক ধরে নির্লজ্জভাবে শেয়ার বাজারে কারসাজি করে আসছে এবং তারা হিসাব জালিয়াতিতে জড়িত।’ তবে আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, ‘শর্ট-সেলারের স্টক ম্যানিপুলেশনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এসব অভিযোগ ভারতীয় আইনের অজ্ঞতা থেকে উদ্ভূত।’ 

এর আগে, ২০২২ সালের আগস্টের শেষ দিকে প্রথম কোনো এশিয়ান ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করেন আদানি। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি অথবা চীনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও শীর্ষ ধনীর তালিকায় প্রথম তিনে পৌঁছাতে পারেননি। 

সে সময় আদানির সম্পদের পরিমাণ উল্লেখ করে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স জানিয়েছিল, ৬০ বছর বয়সী ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর কয়েক দিনের মধ্যেই তৃতীয় থেকে ১৬ তম অবস্থানে নেমে যান আদানি।

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মহাকুম্ভের পুণ্যস্নানে এসে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

কেরালায় দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন

উত্তরাখন্ডে বন সংরক্ষণের তহবিলে কেনা হয়েছে আইফোন–আসবাব

বিজেপি-আরএসএস ১৯৬০-এর দশক থেকেই মার্কিন অর্থ পাচ্ছে: কংগ্রেসের পাল্টা অভিযোগ

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের আহ্বানের জবাবে ‘সন্ত্রাসবাদ জুজু’ দেখাল ভারত

কোটি টাকার হেরোইনসহ আটক ভারতীয় ‘লেডি ডন’ জোয়া খান

ইউএসএআইডির ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল, মুখ খুলল ভারত সরকার

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানোর জেরে কোপাকুপি, কনের ভাই নিহত