Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযাত্রায় কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

অনলাইন ডেস্ক

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযাত্রায় কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যসহ (এমএসপি) বেশ কয়েকটি দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকেরা। কৃষকদের দুই শতাধিক সংগঠন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের লক্ষাধিক কৃষক এই কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার দিল্লি অভিমুখে যাত্রার সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে কৃষকেরা দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে। দুপুরের দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে নিরাপত্তা বাহিনীর ওপর ঢিল ছুড়লে, জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এর আগেও ২০২০-২১ সালের দিকে কৃষকদের আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় অবরুদ্ধ হয়ে পড়েছিল গোটা শহর এবং বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছিল। 

‘দিল্লি চলো’ আন্দোলনে যোগ দিয়েছেন কৃষকেরা। ছবি: এএফপিভিডিও ফুটেজে দেখা যায়, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। কাঁদানে গ্যাস নিক্ষেপের পর আন্দোলনরত কৃষকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং ঢিল ছুড়তে থাকেন। 

আন্দোলনে থাকা পাঞ্জাব কিষান মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, ‘প্রায় ১০ হাজার মানুষ শম্ভু সীমান্ত পয়েন্টে অবস্থান করছে। শান্তিপূর্ণ আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ 

আন্দোলনের প্রভাবে তীব্র যানজটে স্থবির চারদিক। ছবি: এএফপি কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ মওকুফ, সব কৃষিপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধি, বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সব মুক্তবাণিজ্য চুক্তি ও অন্যান্য চুক্তি বাতিল, বিদ্যুৎ বোর্ডের বেসরকারীকরণ স্থগিত, কৃষিতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও করপোরেটাইজেশন নিষিদ্ধ করা এবং কৃষকদের জন্য পেনশন চালু করা। কিন্তু কেন্দ্রীয় সরকার এসব দাবির বিষয়ে কোনো আশ্বাস দেয়নি। 

এর আগে, গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও অর্জুন মুন্ডার সঙ্গে চণ্ডীগড়ে কৃষকদের আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরপরই সংযুক্ত কিষান মোর্চার (অরাজনৈতিক) কৃষকেরা ‘দিল্লি চলো’র ঘোষণা দেন।

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক