কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যসহ (এমএসপি) বেশ কয়েকটি দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকেরা। কৃষকদের দুই শতাধিক সংগঠন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের লক্ষাধিক কৃষক এই কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার দিল্লি অভিমুখে যাত্রার সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে কৃষকেরা দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে। দুপুরের দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে নিরাপত্তা বাহিনীর ওপর ঢিল ছুড়লে, জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এর আগেও ২০২০-২১ সালের দিকে কৃষকদের আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় অবরুদ্ধ হয়ে পড়েছিল গোটা শহর এবং বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছিল।
আন্দোলনে থাকা পাঞ্জাব কিষান মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, ‘প্রায় ১০ হাজার মানুষ শম্ভু সীমান্ত পয়েন্টে অবস্থান করছে। শান্তিপূর্ণ আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এর আগে, গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও অর্জুন মুন্ডার সঙ্গে চণ্ডীগড়ে কৃষকদের আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরপরই সংযুক্ত কিষান মোর্চার (অরাজনৈতিক) কৃষকেরা ‘দিল্লি চলো’র ঘোষণা দেন।