প্রতিবেশী দেশ ভারত নিজের প্রথম বহুজাতিক উড়োজাহাজ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। তরঙ্গ শক্তি-২০২৪ নামের এই মহড়া চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে। এতে দশটি দেশ অংশগ্রহণ করবে এবং কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসাবে থাকবে।
মার্কিন এয়ারফোর্সের সঙ্গে যৌথ ‘রেড ফ্ল্যাগ’ মহড়া শেষে আজ রোববার এক বিবৃতিতে ভারতীয় উড়োজাহাজ সংস্থা (আইএএফ) এমনটি জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আইএএফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেড ফ্ল্যাগ’ মহড়ার অভিজ্ঞতায় সমৃদ্ধ আইএএফ প্রথম বহুজাতিক উড়োজাহাজ মহড়া ‘তরঙ্গ শক্তি-২০২৪’ আয়োজন করতে যাচ্ছে, যা এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। এই মহড়ায় বিভিন্ন দেশকে আতিথেয়তা করার জন্য আইএএফ উদ্গ্রীব।
দুটি পর্যায়
কর্মকর্তারা জানিয়েছেন, মহড়াটি এখন দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটি আগস্টের প্রথম দুই সপ্তাহে দক্ষিণ ভারতে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয়টি আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভারতের পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত হবে। কিছু দেশ উভয় পর্বে অংশ নেবে, আবার অন্যরা দুই ধাপের একটিতে যোগ দেবে বলে জানা গেছে।
প্রতিনিধি দল পাঠানো দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। জার্মানি ফাইটার জেট এবং একটি এ-৪০০ এম পরিবহন উড়োজাহাজ মোতায়েন করবে। এ-৪০০ এম উড়োজাহাজটি আইএএফের শোকেসে থাকবে, কারণ এটি উন্মুক্ত দরপত্রের প্রতিযোগী।
রেড ফ্ল্যাগ মহড়ায় আইএএফ প্রথমবারের মতো আটটি রাফাল যুদ্ধবিমান, ট্রান্স-আটলান্টিক ফেরির জন্য আইএল-৭৮ মিড-এয়ার রিফুয়েলার্স ও সি-১৭ গ্লোবমাস্টার এয়ারক্র্যাফট মোতায়েন করেছে।
আইএএফ বলেছে, মহড়ার মূল অর্জনের মধ্যে রয়েছে পারস্পরিক ক্রিয়াশীলতা এবং বহু জাতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন। বিশেষত তরুণ ক্রুদের জন্য দীর্ঘ দূরত্ব ফেরি করা ও এয়ার-টু-এয়ার রিফুয়েলিং এক রোমাঞ্চকর অভিযান ছিল।