Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

নির্বাচনের ঘোষণা দিতে ৬ দিনের সময় বেঁধে দিলেন ইমরান

অনলাইন ডেস্ক

নির্বাচনের ঘোষণা দিতে ৬ দিনের সময় বেঁধে দিলেন ইমরান

গতকাল বুধবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি-চকে তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সমর্থকেরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অপেক্ষায় ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ইমরান খান ইসলামাবাদে পৌঁছালে পিটিআইয়ের সমর্থকেরা গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে প্রবেশ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ডন বলছে, নির্বাচনের ঘোষণা দিতে সরকারের প্রতি ৬ দিনের সময় বেঁধে দিয়েছেন ইমরান খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৬ দিনের মধ্যে সরকার যদি সংসদ ভেঙে না দেয় ও নির্বাচনের ঘোষণা না দেয় তাহলে পুরো জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবে পিটিআই। 

ইমরান খান বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দাবি না মানা পর্যন্ত রেড জোনে অবস্থান করব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখলাম, তাতে মনে হচ্ছে সরকার দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চাইছে। পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করাচ্ছে সরকার। ইসলামাবাদে সমর্থকদের নিয়ে অবস্থান করলে সরকার খুশিই হবে। কারণ এতে পুলিশ, সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে বিভেদ বাড়বে এবং সংঘাত হবে।’ 

এদিকে ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীদের ধৈর্য নিয়ে থামিয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীরা রেড জোনে প্রবেশ করেন। কিন্তু আলোচনা সাপেক্ষে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক ডক্টর আকবর নাসির খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামাবাদ অভিমুখী লংমার্চ ঠেকাতে ইসলামাবাদসহ সারা দেশে সেনা মোতায়েন করেছিল পাকিস্তানের সরকার। গত বুধবার সকাল থেকে ‘আজাদি লংমার্চ’ শুরু হয়। দেশটির পেশোয়ার, লারকানা, লাহোর, খাইবার পাখতুনখাওয়াসহ বড়বড় সব শহর থেকেই বিপুল পরিমাণ ইমরান সমর্থক লংমার্চে যোগ দেন।

এই সম্পর্কিত পড়ুন:

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে বোমা হামলা, ৭ শিশুসহ নিহত ১২

টাইম ম্যাগাজিনে ইমরান খানের নিবন্ধ: কঠোর স্বৈরশাসনের কবলে পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় সেনা অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

হারানো পরিবার পাঁচ দশক পর পাকিস্তানে পেলেন বাংলাদেশি ইফতেখার

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর