ঢাকা: পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সংবাদ ওয়েবসাইট এইচবিও অ্যাক্সিওসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। মার্কিন স্থানীয় সময় রোববার এই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে।
সাক্ষাৎকারে সাংবাদিক জোনাথন সোয়ান ইমরান খানকে প্রশ্ন করেছিলেন-আল কায়দা, আইএস এবং তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে সামরিক ঘাঁটি করতে চায়, সে ক্ষেত্রে পাকিস্তান সরকার তার অনুমতি দেবে কি না।
এর জবাবে ইমরান খান বলেন, একদম না। আমরা কোনও ঘাঁটি স্থাপনের অনুমোদন দেব না।
এদিকে ইমরানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের কট্টরপন্থি ইসলামিগোষ্ঠী তালেবান। শুক্রবার কাতারের রাজধানী দোহা থেকে তালেবান মুখপাত্র সোহেল শাহীন এ বিষয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডনকে বলেন, আমরা পাকিস্তানের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা অন্যায্য ছিল এবং পাকিস্তান তার উপযুক্ত জবাব দিয়েছে।