যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলের ফুড কোর্টে রোববার সন্ধ্যায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। শপিংমল থেকে বেসামরিক নাগরিকের ছোড়া পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন।
গ্রিনউড পুলিশ প্রধান জিম আইসনের বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ব্যক্তি একাই ছিলেন। তাঁর কাছে একটি রাইফেল ও কিছু গোলাবারুদ ছিল।
গ্রিনউড পুলিশ প্রধান জিম আইসনে বলেন, বেসামরিক নাগরিকের ছোড়া গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। ওই বেসামরিক নাগরিকের বয়স ২২ বছর। তিনি নিবন্ধিত অস্ত্র বহন করছিলেন। হামলাকারী হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই তিনি থামাতে সক্ষম হন।
বেসামরিক নাগরিককে ‘রিয়েল হিরো’ বলে আখ্যা দেন গ্রিনউড পুলিশ প্রধান।
হামলায় নিহত, হামলাকারী এবং ওই বেসামরিক নাগরিকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।