Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরানোর পথ খুঁজছেন ডেমোক্র্যাট ডোনাররা

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরানোর পথ খুঁজছেন ডেমোক্র্যাট ডোনাররা

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাঁকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টামইসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিকট পার্টির নেতা-কর্মীসহ বাইডেনের ঘনিষ্ঠ অনেক সহযোগী বিতর্কের মঞ্চে ৮১ বছর বয়সী বাইডেনের পারফরম্যান্সে ‘মর্মাহত’ হয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

নিউইয়র্ক টাইমসের ডিলবুক নিউজলেটারে বলা হয়েছে, ‘কিছু ডোনার বাইডেনকে তাঁর খ্যাতি রক্ষা করার জন্য সরে যাওয়ার জন্য মার্জিত উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে অনেকে বিশ্বাস করেন, (বাইডেনের) তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো।’ 

মার্কিন শেয়ারবাজারের অন্যতম কেন্দ্র ওয়ালস্ট্রিটভুক্ত বেশ কয়েকটি কোম্পানির নির্বাহী—যাঁরা বাইডেন তথা ডেমোক্রেটিক পার্টিকে তহবিল জোগান দেন—ডিলবুক নিউজলেটারকে বলেছেন, চূড়ান্তভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ার আগে বাইডেনকে বাদ দেওয়াটা ভুল হবে। এমনটা করা হলে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করার ক্ষমতা হারাবেন। 

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে ডেমোক্র্যাটরা আগস্টের শেষ দিকে শিকাগোতে সম্মেলন করবেন। ডিলবুক জানিয়েছে, ব্ল্যাকরকের নির্বাহী ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের জন গ্রে এবং ল্যাজার্ডের পিটার ওরসজ্যাগ এবং বারাক ওবামার ঘনিষ্ঠ সাবেক মার্কিন নির্বাহী রবার্ট উলফসহ বিশিষ্ট ডোনাররা বাইডেনের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে।

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!