যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে তিন লাখ একর জমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দুই হাজারের বেশি দমকলকর্মী। অরিগন অঙ্গরাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানলের ঘটনা।
গত ৬ জুলাই থেকে শুরু হওয়া এই দাবানলে কমপক্ষে ১৬০টি বাড়ি ধ্বংস হয়েছে। দুই হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
অপারেশনস বিভাগের প্রধান জন ফ্লানিগান বলেন, আবহাওয়া সম্পূর্ণ প্রতিকূলে রয়েছে। যতই সময় যাচ্ছে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে। চারদিক শুকিয়ে যাচ্ছে। বাতাসের অবস্থাও অস্থিতিশীল। এসব কারণে দাবানল ছড়াচ্ছে দ্রুত।
ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় দাবানলের জন্য বজ্রপাতকে দায়ী করেছেন। সেখানকার ২০ হাজার একরের বেশি এলাকায় দাবানল ছড়িয়েছে।
আগুন নিয়ন্ত্রণে কানাডার অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরাও কাজ করছেন। দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে আরও ২০টি দাবানলের ঘটনা ঘটেছে। ওন্টারিও প্রদেশে ১৫টি নতুন দাবানল দেখা দিয়েছে। জানা গেছে, সেখানে অগ্নিনির্বাপণ বিভাগের একজন কর্মী নিহত হয়েছেন।