Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গা ঢাকা দিয়েছেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক

গা ঢাকা দিয়েছেন জাস্টিন ট্রুডো

গা ঢাকা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটিতে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করে জনস্বাস্থ্য সংক্রান্ত সরকারি নির্দেশনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভের কারণে নিরাপত্তাজনিত কারণে গা ঢাকা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসের টিকা গ্রহণ এবং অন্যান্য বিধিনিষেধ বিরোধী তীব্র আন্দোলনের ফলে ট্রুডো ও তাঁর পরিবার তাঁদের অটোয়ার বাসভবন ছেড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন। 

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর ট্রুডোর বর্তমান অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাঁরা জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে এই বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।’ 

এর আগে, গত শনিবার থেকেই দেশটির ট্রাক-লরি চালকেরা এবং সাধারণ মানুষ দেশটির পার্লামেন্টের সামনে জড়ো হতে থাকে। আজ রোববারও এই বিক্ষোভ চলমান রয়েছে। 

সিবিসি নিউজ জানিয়েছে, কয়েক হাজার ট্রাক-লরিচালক এবং সাধারণ মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়েছে। প্রথমে তীব্র শীত উপেক্ষা করেই কয়েক হাজার সাধারণ নাগরিক পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও কয়েক হাজার ট্রাক-লরিচালক সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন। 

এদিকে, কানাডার পার্লামেন্টের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মস বলেছেন, বিক্ষোভকারীরা যে সরকারি কর্মকর্তাদের বাড়িতে হানা দিতে পারে এই বিষয়টি ট্রুডো আগে থেকেই জানতেন। তাই তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছেন। 

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!