Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে। 

আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।

এবারের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলে নতুন এক ইতিহাস গড়বেন। কারণ কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয়-আমেরিকান নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়বেন। বর্তমানে তিনি বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য কমলা আরও একটি রেকর্ড গড়বেন। সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস নিজেও উপস্থিত ছিলেন। তাঁর প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিনিধিরা বেছে নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। 

এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্‌যাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!