যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। আহত এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম জ্যাকসন স্প্যার্কস। তার বয়স ৮ বছর। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, রোববারের গাড়িচাপার ঘটনায় মোট ৬২ জন আহত হয়েছিলেন। পুলিশ বলেছে, আহতদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।