কাবুলে মার্কিন দূতাবাসের স্পর্শকাতর নথিপত্র এবং সরঞ্জাম ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি মনে করছে, ওই সব নথি দিয়ে উদ্দেশ্যমূলক প্রচারণা চালানো হতে পারে। আর এ জন্যই ওই সব ধ্বংস করে ফেলতে চায় যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি নোটিশ গতকাল শুক্রবার দূতাবাস কর্মীদের দিয়েছে মার্কিন প্রশাসন। যা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনও দেখেছে।
একজন কূটনৈতিক সূত্র সিএনএনকে জানিয়েছেন, একটি গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী কাবুলকে এই সপ্তাহের মধ্যেই বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। তবে এর মানে এই নয় যে তাঁরা রাজধানীতে প্রবেশ করবে।
এদিকে দূতাবাসের কর্মী এবং মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিতে আফগানিস্তানে তিন হাজার সৈন্য পুনরায় মোতায়েন করেছে দেশটি। আজ শনিবার ওই সব সেনা আফগানিস্তানে পৌঁছেছেন।
আফগানিস্তানের সংকটময় পরিস্থিতিতেও নিজের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আজ শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন প্রশংসা করেন।
আফগান জনগণের উদ্দেশে আশরাফ গনি বলেন, আপনাদের প্রেসিডেন্ট হিসেবে অস্থিতিশীলতা, সহিংসতা প্রতিরোধের প্রতি মনযোগ দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।