Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে স্কুলে গুলিতে নিহত ৩ 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে স্কুলে গুলিতে নিহত ৩ 

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে আরও সাতজন।

বিবিসির খবরে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্ট স্কুলে বন্দুক হামলা হয়। স্কুলের গেট বন্ধ থাকার পরও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে তা জানা যায়নি।

হামলার পরপরই ওই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। সেন্ট লুইস পাবলিক স্কুল জানায়, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত আটকাতে’ পারায় হতাহতের সংখ্যা বাড়তে পারেনি।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৯ বছর এবং তিনি স্কুলটির সাবেক শিক্ষার্থী। পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় হামলাকারী। তবে স্কুলে কেন হামলা চালান তিনি তা জানা যায়নি।

সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানান, হামলার খবরে শিক্ষার্থীরা ভয়ে ছুটতে থাকে। পরিস্থিতি দেখে স্কুল স্টাফরা দ্রুত পুলিশকে খবর দেন। ওই বন্দুকধারীর কাছে শতাধিক বুলেট এবং প্রায় এক ডজন উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ছিল বলে জানান তিনি।

এই হামলাকে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করেন মাইকেল স্যাক। এফবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাটি তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!