হোম > ইসলাম

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

ঈদের নামাজ মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার একটি বিশেষ উপলক্ষ। এই নামাজে অংশগ্রহণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি উদযাপন করা হয়।

ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন, কারণ এতে অতিরিক্ত ৬টি তাকবির থাকে। নিচে ঈদের নামাজের সঠিক পদ্ধতি তুলে ধরা হলো:

ঈদুল ফিতরের নামাজের নিয়ত (আরবি)

* নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মা'আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত (বাংলা)

* আমি কিবলামুখি হয়ে ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

* ঈদের নামাজ দুই রাকাত। এই নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে। ঈদের নামাজে আজান ও ইকামত নেই।

* প্রথম রাকাত:

* ইমামের সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত করে হাত বাঁধতে হবে।

* এরপর সানা পড়তে হবে।

* তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রথম দুই তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে।

* এরপর ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।

* সাধারণ নামাজের মতো রুকু ও সিজদা করতে হবে।

* দ্বিতীয় রাকাত:

* ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।

* রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রতি তাকবিরের সময় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে।

* চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে।

* এরপর স্বাভাবিক নামাজের মতো সিজদা ও আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরাতে হবে।

* ঈদের নামাজ শেষে ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা ওয়াজিব।

বছরজুড়ে রোজা রাখার সওয়াব লাভের উপায়

যেভাবে খাবার খাওয়া নবী (সা.)-এর সুন্নত

শাওয়াল মাসের বিশেষ আমল

পর্যটকদের মুসলিম ঐতিহ্য দেখিয়ে মুগ্ধ করেন তিনি

গ্রামের বাড়ি গেলে নামাজ ‘কসর’ করার বিধান

যেভাবে ভ্রমণ করতেন নবীজি (সা.)

মা-বাবার খেদমতে জান্নাত লাভের সুযোগ

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা ইমানের দাবি

দাওয়াত খেয়ে যে দোয়া পড়তেন নবীজি (সা.)

নতুন পোশাক পরিধানের দোয়া