হোম > পথের কথা

দিন দিন মাস্ক পরা ভুলেই যাচ্ছে মানুষ

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) 

করোনা সংক্রমণ পুরোপুরি থেমে না গেলেও দিনাজপুরের ফুলবাড়ীতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্য বিধি। সামাজিক দূরত্ব তো দূরের কথা বিভিন্ন গণজমায়েত ও পাবলিক প্লেসে মাস্ক পরা ভুলেই গেছে সাধারণ মানুষ। আর এ কারণে এখনো সংক্রমণ ঘটেই চলেছে।

ফুলবাড়ী পৌর শহরের প্রতিটি হোটেল-রেস্তোরাঁ, বাজার, শপিং মল, সড়কে চলাচল সহ বিভিন্ন জমায়েত কমে গেছে মাস্ক-এর প্রচলন। কেউ কেউ লোক দেখানো মাস্ক পড়লেও, তা নিতান্তই কম। কেউ আবার মুখের থুতনির নিচে ঝুলিয়ে রেখেছে মাস্ক। এভাবেই দিনদিন মাস্ক পরা ভুলেই যাচ্ছে মানুষ। আর এ কারণেই করোনা সংক্রমণ একেবারে থামছে না বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। 

আগস্ট মাসের পর থেকেই কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার। এই সংক্রমণের হার কমে আসায় ফুলবাড়ী উপজেলায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প. প) কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ পুরোপুরি কমিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত এ উপজেলায় বর্তমানে ৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। এ পর্যন্ত ৬৯২ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে সুস্থ হয়েছে ৬৬৭ জন, মৃত্যু বরণ করেছে ১৩ জন। টিকার নিবন্ধন করেছে মোট ১ লাখ ৬ হাজা ৯৫৪ জন, এর মধ্যে ১ম ডোজ গ্রহণ করেছে ৪৯ হাজার ৮৩০ জন, দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে ২৩ হাজার ৮৯৩ জন, নিবন্ধনের পর টিকা দেওয়া বাকি রয়েছে ৩৩ হাজার ২৩১ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছে ৪ হাজার ৩০৮ জন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বারবার সবাইকে সচেতন করা হলেও ইদানীং মানুষ মাস্ক পরা ছেড়ে দিয়েছে, এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। শিগগিরই বিষয়টি আবারও দেখা হবে। 

চুম্বকে চলছে শেফালীর জীবিকা

লাগামহীন দ্রব্যমূল্য: কেমন আছেন খেটে খাওয়া মানুষ

দার্জিলিংয়ের সেই গোমড়ামুখো চালক

‘ঘরপোড়া গরু সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’

 ‘চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে’

বরই বেচে ভাত জোটে না দেলোয়ারের

দুর্গম পাহাড়ি পথে ভরসা বাবুল বড়ুয়া

টিয়া পাখির বাচ্চার প্রাণ বাঁচানো লিয়নকে বাঁচাবে কে

দুই কিডনিই বিকল, মেয়েকে বাঁচাতে প্রবাসী কর্মী মা এখন অটোরিকশা চালক

সত্তরোর্ধ্ব হাসেমের কাঁধে দিনভর আইসক্রিমের বাক্স, তবুও বুড়ো-বুড়ির সংসারে টানাটানি