Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

হামজার রাজসিক আগমন

আনোয়ার সোহাগ, লবীব আহমদ ও সহিবুর রহমান, হবিগঞ্জ থেকে

হামজার রাজসিক আগমন
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে যাওয়ার পথে পথে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী। ছবি: বাফুফে

‘আমার ভালো লাগছে আপনারা সবাই এসেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’—গ্রামের মানুষের অভিবাদনের জবাব এভাবেই দিলেন হামজা দেওয়ান চৌধুরী। তাঁকে একপলক দেখতে বাড়ির পাশে অস্থায়ী মঞ্চে হাজির হয়েছিল হাজারো মানুষ। হামজা তাদের নিরাশ করেননি। ওই দুই লাইনের কথাতেই মন ভরিয়ে দিয়েছেন।

কদিন ধরেই দেশের ফুটবল কাঁপছে হামজা-জ্বরে। তাঁর আগমন ঘিরে গত কদিনে সমর্থকদের কতই না উন্মাদনা। বাংলাদেশ সময় পরশু গভীর রাতে ইংল্যান্ড থেকে রওনা দেওয়ার সময়ে প্লেনে বসা তোলা ছবি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পোস্ট করেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটি গভীর রাতেই ছড়িয়ে পড়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে—ওই যে হামজা আসছেন। কাল বেলা ১১টা ৩৪ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। কিন্তু তারও আগে থেকেই ভক্তদের ভিড় বিমানবন্দরে। কেউ এসেছেন হবিগঞ্জ থেকে, কেউ সুনামগঞ্জ থেকে। কেউ আবার এসেছেন সুদূর ঢাকা থেকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে ভিআইপি গেটে। বাড়তে থাকে সংবাদকর্মীদের অপেক্ষাও।

অবশেষে প্রায় এক ঘণ্টা পর গণমাধ্যমের সামনে আসেন হামজা দেওয়ান চৌধুরী। তিনি আসতেই হুড়মুড়িয়ে পড়ে লোকজন। ফুল দিয়ে শুভেচ্ছা তো বটেই, ছবি-সেলফি তোলার চেষ্টাও কম ছিল না। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’, ‘হামজা দ্য কিং’ স্লোগানে মুখর ছিল চারদিক। গিজগিজে ভিড়ে একটুও বিরক্ত না হয়ে বরং মুখে হাসি ধরে রেখে সবকিছু বেশ মুগ্ধতা নিয়েই হামজা দেখেছেন, শুনেছেন আর উপভোগ করেছেন।

ভিআইপি লাউঞ্জের বাইরে অবস্থান করা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গেট দিয়ে বেরিয়ে সিঁড়িতে পৌঁছাতে পৌঁছাতেই ভিড়ে চিড়েচ্যাপ্টা হওয়ার উপক্রম হামজার! বাফুফে কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর উৎসুকদের ফাঁক গলে যখন সামনে এলেন, চোখের সামনে শত শত ক্যামেরা, মোবাইল ফোন আর মানুষের ভিড়। সবার দৃষ্টি হামজার দিকে, তাঁর কাছ থেকে কিছু শুনতে চান।

পরশু রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলার পর কোনো বিলম্ব না করেই সিলেটের বিমান ধরেছেন হামজা। ঠিকমতো বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি। সিলেটে নেমেই ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু। আমার বড় স্বপ্ন আছে। ইনশা আল্লাহ, আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’ বিমানবন্দর থেকেই তিনি দ্রুত ছুটে যান হবিগঞ্জের স্নানঘাট গ্রামে। যেখানে তাঁকে আপন করে নিতে উন্মুখ ছিল স্থানীয় মানুষ। বাড়ির পাশে ছোট একটি মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। সেই আয়োজনে তিনি স্লোগান দিয়েছেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ।’

সংবর্ধনা শেষে ভিড় ঠেলে নিজের বাড়িতে ঢুকতে গলদঘর্ম অবস্থা হামজার। খানিকটা ব্যথাও পেয়েছেন পায়ে, তবে মানুষের ভালোবাসার কাছে এই চোট তেমন গুরুতর কিছু নয়। দেশে ফেরার পর থেকেই হামজাকে ঘিরে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। বেলা সাড়ে ৩টায় নিজ গ্রামে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেয় এলাকার সব বয়সী মানুষ। গ্রামজুড়ে সাজসজ্জা, তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে। এলাকাবাসী তাঁকে একনজর দেখতে ভিড় জমাচ্ছে। হামজার আগমনে পুরো গ্রাম যেন এক আনন্দের নগরীতে পরিণত হয়েছে। এত ভিড়ে কিছুটা বিশৃঙ্খলা তো থাকবেই, হামজা তা বুঝতেও পেরেছেন। তাই তো কিছুটা বিশৃঙ্খলার মধ্যে তাঁর চোখেমুখে ছিল না কোনো অস্বস্তির ছায়া।

বাড়ির ছাদ থেকেই হামজাকে দেখছিলেন সঙ্গে আসা তাঁর স্ত্রী ওলিভিয়া চৌধুরী। শ্বশুরবাড়িতে এবারই প্রথমবার এসেছেন ওলিভিয়া। ছেলেকে কোলে নিয়ে তিনিও হামজার মতো গলা ফাটাতে থাকেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে। হামজা যেমন জাতীয় দলের হয়ে বড় স্বপ্ন দেখছেন, তেমনি তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবলও। গত ডিসেম্বরে তাঁকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দেয় ফিফা। তাঁকে জাতীয় দলে ভেড়াতে আর দেরি করেননি কোচ হাভিয়ের কাবরেরা। হামজাও এসে শোনালেন আশার কথা, ‘এখানে এসে খুবই অসাধারণ লাগছে। ইনশা আল্লাহ ভারতের বিপক্ষে আমরা জিতব।’

ভিড়ের মধ্যে বলা হামজার অল্প কথায় মন ভরছিল না সংবাদকর্মীদের। হামজার বাড়িতে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকেন তাঁরা। হামজা অবশ্য সেই অনুরোধও ফেরাননি। বাংলাদেশে পা রেখে রাজসিক অভ্যর্থনা পেয়ে তিনি যেমন আপ্লুত, তেমনি তিনি হৃদয় জিতেছেন উপস্থিত সবার। বাংলাদেশ জাতীয় দল কখনো এত বড় প্রোফাইলের ফুটবলার পায়নি। হামজা চৌধুরীর স্পর্শে দেশের অনুজ্জ্বল ফুটবল আলোকিত হবে, এই আশায় আছে পুরো দেশবাসী।

স্পেনের হয়েও রোজা রেখে খেলবেন ইয়ামাল

রেকর্ড গড়া বাংলাদেশের স্কুল ক্রিকেটারকে কী উপহার দিচ্ছেন লিটন

ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচারকাজে পুলিশ কর্মকর্তার বিস্ময়কর মন্তব্য

সৌদির ৬ হাজার কোটি টাকার লিগ নিয়ে ইংল্যান্ডের আপত্তি

বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন হামজা, মনে করেন মাশরাফি

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ দলে নিজের অধিনায়কত্ব নিয়েই ‘সন্দিহান’ শান্ত

৪০০ রান করা মুস্তাকিমের আদর্শ সাকিব

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি জানাল বিসিবি