ক্রীড়া ডেস্ক
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ছেড়ে হামজা খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে। শেকড়ের টানে তিনি রোববার রাতেই রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তিনি আছেন শিলংয়ে। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। মালদ্বীপের বিপক্ষে ভারত ৩-০ গোলে জয়ের পর হামজার কথা উল্লেখ করেছেন ভারতের কোচ মানোলা মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘হামজা অসাধারণ এক ফুটবলার। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। আমার মনে হয় দুই দলের (বাংলাদেশ-ভারত) জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের সবশেষ ৫ ম্যাচে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ জিতেছে দুটি ও তিন ম্যাচ হেরেছে। তবু কাবরেরার শিষ্যদের সমীহ করছেন মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত তিন বা চার মৌসুম একই কোচের অধীনে খেলছে তারা।’
বাংলাদেশ ম্যাচের আগেই ভারত বিপাকে পড়েছে। এরই মধ্যে ছিটকে গেছেন ভারতের দুই ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানভীর সিং এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ভারতকে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ম্যাচের জন্য। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে মালদ্বীপ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ভারত। শিলংয়ে গতকাল প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। ৩৪,৬৬ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেছেন রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং সুনীল ছেত্রী। বাংলাদেশের অনেক বার দুঃখের কারণ হয়েছেন ছেত্রী।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ছেড়ে হামজা খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে। শেকড়ের টানে তিনি রোববার রাতেই রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তিনি আছেন শিলংয়ে। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। মালদ্বীপের বিপক্ষে ভারত ৩-০ গোলে জয়ের পর হামজার কথা উল্লেখ করেছেন ভারতের কোচ মানোলা মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘হামজা অসাধারণ এক ফুটবলার। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। আমার মনে হয় দুই দলের (বাংলাদেশ-ভারত) জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের সবশেষ ৫ ম্যাচে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ জিতেছে দুটি ও তিন ম্যাচ হেরেছে। তবু কাবরেরার শিষ্যদের সমীহ করছেন মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত তিন বা চার মৌসুম একই কোচের অধীনে খেলছে তারা।’
বাংলাদেশ ম্যাচের আগেই ভারত বিপাকে পড়েছে। এরই মধ্যে ছিটকে গেছেন ভারতের দুই ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানভীর সিং এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ভারতকে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ম্যাচের জন্য। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে মালদ্বীপ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ভারত। শিলংয়ে গতকাল প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। ৩৪,৬৬ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেছেন রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং সুনীল ছেত্রী। বাংলাদেশের অনেক বার দুঃখের কারণ হয়েছেন ছেত্রী।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
এভাবেও ফিরে আসা যায়—পাকিস্তানি ক্রিকেটার হাসান নাওয়াজকে দেখে এই গানটা মনে পড়াটাই স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, তিনিই আজ অকল্যান্ডে করলেন লন্ডভন্ড। গড়লেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের প্রথম বল মাঠে গড়াতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ৮টায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ১৮তম আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া।
২ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে গতকাল ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু অনুশীলনের মাঠ নিয়ে খুশি হতে পারেননি তিনি।
২ ঘণ্টা আগেআইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভাঙার দায়ে ব্রেন্ডন টেলরের সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা এখনো চলছে। এ বছরের জুলাইয়ে তা শেষ হচ্ছে। জিম্বাবুয়ের এই নিষিদ্ধ ক্রিকেটার এখন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
৩ ঘণ্টা আগে