Ajker Patrika

দল থেকে বাদ পড়ার পর আর্জেন্টিনার ফুটবলারের বড় দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯: ৩৪
বড় দুঃসংবাদ দিলেন পাওলো দিবালা। ছবি: এএফপি
বড় দুঃসংবাদ দিলেন পাওলো দিবালা। ছবি: এএফপি

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের চূড়ান্ত দল থেকে আগেই বাদ পড়েন পাওলো দিবালা। এবার পেলেন আরও বড় দুঃসংবাদ। চলতি মৌসুমে আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে আর্জেন্টিনার এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের।

বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনার প্রাথমিক দলে নাম থাকলেও পেশির সমস্যায় দিবালা ছিটকে পড়েন চূড়ান্ত দল থেকে। এ চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিচ্ছেন বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন। ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে রোমা। কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে। ২০২৪-২৫ মৌসুমের বাকি অংশে তাই দিবালার না খেলা অনেকটাই নিশ্চিত।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে দিবালা অস্ত্রোপচারের কথা জানানোর সময় আবেগী বার্তা দিয়েছেন। ৩১ বছর বয়সী আর্জেন্টিনার ফরোয়ার্ড বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া ফল এবং চিকিৎসার বিভিন্ন উপায় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি অনেক দিন মাঠের বাইরে থাকব, এই সময়ে আমি চ্যাম্পিয়নশিপের (সিরি আ) কঠিন সময়ে রোমার সতীর্থদের এবং জাতীয় দলকে ভক্তের মতো সমর্থন দেব। কথা দিচ্ছি শীঘ্রই মাঠে ফিরব আরও শক্তিশালী হয়ে। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগকে কঠিন পরীক্ষাই দিতে হবে। লিওনেল মেসি, দিবালার মতো অভিজ্ঞ দুই ফরোয়ার্ডের পাশাপাশি লাওতারো মার্তিনেজও বাদ পড়েন চূড়ান্ত দল থেকে। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে পরশু বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে ২৬ মার্চ। সেদিন বাংলাদেশ সময় সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিলের পয়েন্ট ২০, ১৯, ১৯ ও ১৮। সবাই খেলেছে ১২টি করে ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত