হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে বাবর-রিজওয়ানদের বিদেশি লিগ ‘বন্ধ’

ক্রীড়া ডেস্ক

আগামী আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। তার আগে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের খেলার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বিভিন্ন দল তাঁদের দলে ভেড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা হচ্ছে না তারকা ক্রিকেটারদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাবর-রিজওয়ানদের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবির প্রধান মহসিন নাকভি বলেছেন, জাতীয় দলের দায়িত্ব সবার আগে আসা উচিত খেলোয়াড়দের। খেলোয়াড়েরা টেস্ট সিরিজের (বাংলাদেশের বিপক্ষে) আগে বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন, তাঁদের এই অনুমতি দেওয়া হবে না।

ক্রিকেটারদের ঘরোয়া লিগে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নাকভি। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ এইচপি ও ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের দুটি সিরিজ রয়েছে তাদের। পিসিবি প্রধান ক্রিকেটারদের সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তাঁদের জাতীয় দলে ডাকা হবে না। 

পরিবারকে সময় দিতে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহীন। তবে পাকিস্তানের সিরিজ না থাকায় প্রায় একই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার। টরেন্ট ন্যাশনালসের হয়ে খেলার কথা ছিল তাঁর। শাহীন, বাবর, রিজওয়ান ছাড়াও আজম খান ও সাইম আইয়ুব গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এনওসি পাননি।

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা ছিল আজম খানের। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলার কথা ছিল সাইমের। তাঁদের ৫ জনকে এনওসি না দিলেও গ্লোবাল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, ইংলিশ কাউন্টি ও এলপিএলে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন মোহাম্মদ আমির, শাদাব খান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, মোহাম্মদ হাসনাইন, জামান খান ও উসামা মীর।

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সেকশন