হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে বাবর-রিজওয়ানদের বিদেশি লিগ ‘বন্ধ’

আগামী আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। তার আগে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের খেলার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বিভিন্ন দল তাঁদের দলে ভেড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা হচ্ছে না তারকা ক্রিকেটারদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাবর-রিজওয়ানদের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবির প্রধান মহসিন নাকভি বলেছেন, জাতীয় দলের দায়িত্ব সবার আগে আসা উচিত খেলোয়াড়দের। খেলোয়াড়েরা টেস্ট সিরিজের (বাংলাদেশের বিপক্ষে) আগে বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন, তাঁদের এই অনুমতি দেওয়া হবে না।

ক্রিকেটারদের ঘরোয়া লিগে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নাকভি। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ এইচপি ও ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের দুটি সিরিজ রয়েছে তাদের। পিসিবি প্রধান ক্রিকেটারদের সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তাঁদের জাতীয় দলে ডাকা হবে না। 

পরিবারকে সময় দিতে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহীন। তবে পাকিস্তানের সিরিজ না থাকায় প্রায় একই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার। টরেন্ট ন্যাশনালসের হয়ে খেলার কথা ছিল তাঁর। শাহীন, বাবর, রিজওয়ান ছাড়াও আজম খান ও সাইম আইয়ুব গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এনওসি পাননি।

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা ছিল আজম খানের। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলার কথা ছিল সাইমের। তাঁদের ৫ জনকে এনওসি না দিলেও গ্লোবাল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, ইংলিশ কাউন্টি ও এলপিএলে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন মোহাম্মদ আমির, শাদাব খান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, মোহাম্মদ হাসনাইন, জামান খান ও উসামা মীর।

শাস্তি বাড়ল হৃদয়ের, চার ম্যাচ নিষিদ্ধ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান