ক্রীড়া ডেস্ক
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর। প্রতি মুহূর্তেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। অসহায় ফিলিস্তিনিদের জন্য প্রাণ কাঁদছে বিশ্ববাসীর। এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।
টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটের দুনিয়ায় পিএসএলেও চলছে রানের বন্যা। চার-ছক্কার বন্যায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তহবিল করেছে। মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান সুলতানস ম্যাচে এরই মধ্যে ১৫ লাখ রুপি যোগ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৬ লাখ টাকা।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা কল্যাণ তহবিলে এবারের পিএসএলে মুলতানের টাকাগুলো যোগ হবে। মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে যোগ হবে। বোলারদের প্রত্যেক উইকেটেও এক লাখ রুপি করে যোগ হবে। শিশুদের জন্য এই অর্থটা দেওয়া হবে।’
ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান ম্যাচে বয়েছে রানের বন্যা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান ২০ ওভার ৩ উইকেটে করেছে ২৩৪ রান। তাদের ইনিংসে হয়েছে ৯ ছক্কা ও ২৩ চার। মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। জয়ের লক্ষ্যে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে করেছে ২৩৬ রান। ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন জেমস ভিন্স। ৪৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেছেন ১০১ রান।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের পর মুলতান সুলতানস নিজেদেঅফিশিয়াল এক্স হ্যান্ডলে তহবিলের অর্থ নিয়ে একটি পোস্ট দিয়েছে। মুলতান লিখেছে, ‘আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। সুলতানের ব্যাটারদের প্রত্যেক ছক্কা ও উইকেটে ১ লাখ রুপি করে জোগাড় হয়েছে।’
ইসরায়েলের বর্বরোচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহর। প্রতি মুহূর্তেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। অসহায় ফিলিস্তিনিদের জন্য প্রাণ কাঁদছে বিশ্ববাসীর। এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও আর্থিক অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।
টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটের দুনিয়ায় পিএসএলেও চলছে রানের বন্যা। চার-ছক্কার বন্যায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তহবিল করেছে। মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান সুলতানস ম্যাচে এরই মধ্যে ১৫ লাখ রুপি যোগ হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৬ লাখ টাকা।
ফিলিস্তিনিদের জন্য কাজ করা কল্যাণ তহবিলে এবারের পিএসএলে মুলতানের টাকাগুলো যোগ হবে। মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে যোগ হবে। বোলারদের প্রত্যেক উইকেটেও এক লাখ রুপি করে যোগ হবে। শিশুদের জন্য এই অর্থটা দেওয়া হবে।’
ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংস-মুলতান ম্যাচে বয়েছে রানের বন্যা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া মুলতান ২০ ওভার ৩ উইকেটে করেছে ২৩৪ রান। তাদের ইনিংসে হয়েছে ৯ ছক্কা ও ২৩ চার। মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। জয়ের লক্ষ্যে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেটে করেছে ২৩৬ রান। ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন জেমস ভিন্স। ৪৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেছেন ১০১ রান।
করাচি কিংসের বিপক্ষে ম্যাচের পর মুলতান সুলতানস নিজেদেঅফিশিয়াল এক্স হ্যান্ডলে তহবিলের অর্থ নিয়ে একটি পোস্ট দিয়েছে। মুলতান লিখেছে, ‘আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। সুলতানের ব্যাটারদের প্রত্যেক ছক্কা ও উইকেটে ১ লাখ রুপি করে জোগাড় হয়েছে।’
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১৯ মিনিট আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৪৪ মিনিট আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
২ ঘণ্টা আগে