Ajker Patrika

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২: ০৪
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হৃদয়। ছবি: বিসিবি
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হৃদয়। ছবি: বিসিবি

তামিম ইকবাল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ এগিয়েছে মোহামেডান। এ সময় তাদের বড় দুঃসংবাদ—অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা বেড়ে দাঁড়িয়েছে ২ ম্যাচে।

কাল মাঠে আম্পায়ারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। সঙ্গে পেয়েছিলেন ৪ ডিমেরিট পয়েন্ট। কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা এবং অশোভন ভাষা ব্যবহারের কারণে তাঁর শাস্তি বেড়ে নিষেধাজ্ঞা হয়েছে দুই ম্যাচের।

ঘটনার শুরু গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, আবাহনী-মোহামেডান ম্যাচে। সপ্তম ওভারের প্রথম বলটি করেন মোহামেডানের পেসার ইবাদত হোসেন। বলটি আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে লাগলে সঙ্গে সঙ্গেই এলবিডব্লিউর জোরালো আবেদন করেন বোলার ইবাদত ও মোহামেডানের ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আবেদনটি নাকচ করলে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া জানান অধিনায়ক তাওহীদ হৃদয়। তিনি তর্কবিতর্কের এক পর্যায়ে লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এই আচরণে হৃদয়কে ম্যাচ শেষে এক ম্যাচ নিষিদ্ধ করে ৪ ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বিষয়টি সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় ফের আম্পায়ারদের সমালোচনা করেন। হৃদয় সৈকতের উদ্দেশে বলেন, তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। হৃদয় এও হুমকি দেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ-পরবর্তী এমন মন্তব্য লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ৩৬ ঘণ্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফা রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘তাওহীদ হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। তিনি জাতীয় দলের খেলোয়াড়, তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত। আইসিসি প্যানেল ও এলিট প্যানেলের আম্পায়ারদের সঙ্গে এমন অসংলগ্ন আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে, দৃষ্টান্ত তৈরি করতে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে সব আইন মেনেই দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত