হোম > খেলা > ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

ক্রীড়া ডেস্ক    

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় দুই নম্বরে ওঠেন মেহেদী হাসান মিরাজ। লাল বলের র‍্যাঙ্কিংয়ে এটি ক্যারিয়ারসেরা অবস্থানও তাঁর। আজ আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আবারও সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় চার নম্বর থেকে তিন নম্বরে উঠেছেন মিরাজ। ৫০ ওভারের সংস্করণেও এটি তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।

গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। এই পারফরম্যান্স ছাপ পড়ে র‍্যাঙ্কিংয়ে। উঠেছিলেন ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ছন্দে ধরে রেখে তিন ওয়ানডেতে ১ উইকেটের পাশাপাশি করেছেন ১৫২ রান। এই সুবাদে চার থেকে এবার উঠলেন ৩ নম্বরে।

নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ টপকে এ বাঁহাতি স্পিনার উঠলেন শীর্ষে। তিনধাপ এগিয়ে ১৮ নম্বরে বাংলাদেশের তাসকিন আহমেদ। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় ৩০ নম্বরে তাওহীদ হৃদয়।

হ্যারি ব্রুককে দুই নম্বরে নামিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জো রুট। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বর অবস্থান ধরে রেখেছেন মিরাজ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে আছেন বাবর আজমই। তিন ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আছেন তালিকায় ৩০ নম্বরে।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত