হোম > খেলা > ক্রিকেট

মাশরাফিকে জাতীয় দলে দেখতে চান আশরাফুল

‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মর্তুজা যেন এই চরিত্রের প্রতিচ্ছবি। তাঁর নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স তো দারুণ খেলছেই, মাশরাফি নিজেও আছেন দুর্দান্ত ছন্দে। বিপিএলের এই দুর্দান্ত মাশরাফিকে জাতীয় দলে দেখতে চান মোহাম্মদ আশরাফুল।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন মাশরাফি। ৬.৭৫ ইকোনমি ও ১৫ বোলিং গড়ে নিয়েছেন ৯ উইকেট। ওয়াহাব রিয়াজের পরে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। আর ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সিলেট।

মাশরাফির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ আশরাফুল। পারফরম্যান্সের জাতীয় দলের দরজা মাশরাফির জন্য এখনো খোলা রয়েছে বলে তিনি মনে করছেন। মিরপুরে সাংবাদিকদের আশরাফুল বলেছেন, ‘মাশরাফির যা পারফরম্যান্স তাতে অবশ্যই তার জাতীয় দলে খেলা উচিত। তরুণ ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা করলে উইকেট, ইকোনমি রেট সবদিক থেকেই মাশরাফি সেরা। সে (মাশরাফি) জাতীয় দলে খেলবে কি না তা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ তাতে সে সহজেই সুযোগ পাবে।’

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সমীহ-জাগানিয়া দলে পরিণত হয়েছিল মাশরাফির নেতৃত্বেই। তাঁর নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ৮৮ ওয়ানডে, ২৮ টি-টোয়েন্টি ও ১ টেস্ট। তিন সংস্করণে ১১৭ ম্যাচের মধ্যে বাংলাদেশ জেতে ৬১ ম্যাচে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০ ম্যাচ জয়ের গৌরব অর্জন করেন তিনি। ২০২০ এ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির সর্বশেষ ম্যাচ।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত