হোম > খেলা > ক্রিকেট

এটা আইপিএল নয়, আন্তর্জাতিক ম্যাচ—কনকাশন বিতর্ক নিয়ে অশ্বিন

ক্রীড়া ডেস্ক    

বাটলারকে আউটের পর হারশিতের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।

ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে এবার এই বিতর্কে যোগ দিয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রবিচন্দ্রন অশ্বিন। এমন পরিবর্তন নিয়ে খোদ অশ্বিনের সমালোচনাও শুনতে হলো ভারতকে। সাবেক এই স্পিন অলরাউন্ডার মনে করিয়ে দিলেন, এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন সাবে বদলি খেলোয়াড়ের ভূমিকা একই হতে হবে। কিন্তু দুবের ক্ষেত্রে তেমনটা করেনি ভারত। সেই জায়গায় সুযোগ পেয়ে বল হাতে তিন উইকেট নেন হারশিত। আর ইংল্যান্ড ১৫ রানে ম্যাচের সঙ্গে সিরিজও হেরে যায়।

ভারতের সমালোচনা করে অশ্বিন বললেন, ‘পুরো আলোচনাটা হারশিত কীভাবে শিভাব দুবের বদলি হিসেবে এল তা নিয়ে। আমরা কি ভুলে গিয়েছিলাম যে এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়। আমি বুঝতে পারছি এটি অতীতেও হয়েছে। ক্যানবেরায় রবীন্দ্র জাদেজার বদলি হিসেবে খেলেছিল যুজবেন্দ্র চাহাল। তবে আমি এটা বুঝতে পারিনি। গতবার অন্তত স্পিনারের বদলে স্পিনার খেলেছিল।’

দুবের জায়গায় রমনদীপ সিংকে নামানো উচিত ছিল বলে মনে করেন অশ্বিন। সাবেক ভারতীয় ক্রিকেটার বললেন, ‘যদি স্কোয়াডে কেউ না থাকত, তাহলে হয়তো বলা যেত হারশিত অল্প-স্বল্প ব্যাটিং করতে পারে এবং দুবেও কিছুটা বোলিং করতে পারে ৷ এ কারণেই হারশিতকে নেওয়া হয়েছে। কিন্তু একই রকম স্থলাভিষিক্ত হিসেবে রমনদীপ ডাগআউটেই বসেছিল। আম্পায়ার হোক কিংবা ম্যাচ রেফারির তরফ থেকে এটি পুরোপুরি ক্রিকেটীয় ভুল।’

শান্তদের বাড়লেও বিজয়দের বেতন বাড়েনি

গতির সঙ্গে নতুন অস্ত্রের কৌশল শিখছেন নাহিদ রানা

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিরক্ত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার

ভারত ফাইনালে না ওঠায় বড় অঙ্কের ক্ষতির মুখে ‘ক্রিকেটের মক্কা’

দুঃসময়ে সেরা সুখবর পেলেন হারিস রউফ

চ্যাম্পিয়নদের ঘটা করে বরণ কেন এবার করবে না ভারতীয় বোর্ড

বোর্ডের সেই কম্পিউটার বিশ্লেষক আবারও ধুয়ে দিলেন বিসিবিকে

টেস্টের ১৫০তম বার্ষিকী রঙিন করতে বিশেষ ব্যবস্থা

বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি জানাল শ্রীলঙ্কা

হঠাৎ নিউজিল্যান্ডের অধিনায়ক পরিবর্তন