Ajker Patrika

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিরক্ত দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ মার্চ ২০২৫, ২১: ২৩
ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গেছেন আশরাফুলরা। ছবি: ফেসবুক
ভারতের অনুমোদনহীন লিগ খেলতে গেছেন আশরাফুলরা। ছবি: ফেসবুক

ভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।

বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগে অংশ নিতে ভারতে গেছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলা ক্রিকেটারদেরও খেলার কথা ছিল। কিন্তু সূত্রে জানা গেছে, বিসিবি নিষেধাজ্ঞা দেওয়ায় টুর্নামেন্ট বাদ দিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আশরাফুল-নাজিমউদ্দিনরা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ভ্রমণ পরিকল্পনাই নাকি পাননি হার্শেল গিবস। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে গতকাল তিনি লিখেছেন, ‘বাংলাদেশের কোচ হিসেবে নেওয়া হয়েছে আমাকে। সফর পরিকল্পনার জন্য এখনো অপেক্ষা করছি। রসিকতা হচ্ছে নাকি!’ গিবস ছিলেন বাংলাদেশ টাইগার্সের কোচ।

এশিয়ান লিজেন্ডস লিগ আইসিসি বা বিসিসিআইয়ের অনুমোদিত নয় বলেই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র (এনওসি) দেওয়া হয়নি। বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলটির নাম ছিল বাংলাদেশ টাইগার্স। তবে গত রাতে বাংলাদেশ টাইগার্স-ইন্ডিয়ান রয়্যালসের ম্যাচটা বাতিল করা হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ টাইগার্স-আফগানিস্তান পাঠানস ম্যাচ হওয়ার কথা থাকলেও হয়নি। ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত