ক্রীড়া ডেস্ক
২০২৭ সালে টেস্টের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলার কথা জানা গিয়েছিল অনেক আগেই। এবার জানা গেল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ এই টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
মাঠে দর্শক টানতেই মূলত টেস্টের ১৫০তম বার্ষিকীতে সিএ দিবারাত্রির টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। সিএ-এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট। আর ফ্লাডলাইটের নিচে খেলা আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্যেরই পরিচায়ক। টেস্ট ক্রিকেটের আধুনিক রূপটা কেমন, সেটা আরও ভালো করে বোঝা যাবে। দারুণ এই উপলক্ষে অনেক মানুষ আসবেন বলেই গোলাপি বলের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। ঐতিহাসিক সেই টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ১৫০ বছর পূর্তিতে হতে যাওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। ম্যাচটি যদি পাঁচ দিন গড়ায়, তাহলে শেষ হবে ১৫ মার্চ। মেলবোর্নে এটাই ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে। এ বছর নারী অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এই মাঠে।
এ বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হচ্ছে অ্যাশেজ। পাঁচ ম্যাচের ঐতিহাসিক অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজটি হবে অস্ট্রেলিয়ায়। গ্রিনবার্গ এই অ্যাশেজ দেখতে মুখিয়ে আছেন। সিএ-এর প্রধান নির্বাহী বলেন,‘এই মৌসুমের অ্যাশেজ আগামী দুই বছরের মধ্যে লড়াইয়ের জন্য ক্ষুধাটা জাগিয়ে তুলবে। এই ঐতিহাসিক উপলক্ষটি যত এগিয়ে আসছে, উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নেই ১৯৭৭ সালে হয়েছিল টেস্টের শতবর্ষব্যাপী ম্যাচটা। এই ম্যাচটাও ৪৫ রানে জিতেছিল অজিরা।
২০২৭ সালে টেস্টের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলার কথা জানা গিয়েছিল অনেক আগেই। এবার জানা গেল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ এই টেস্ট ম্যাচটি হবে গোলাপি বলে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।
মাঠে দর্শক টানতেই মূলত টেস্টের ১৫০তম বার্ষিকীতে সিএ দিবারাত্রির টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। সিএ-এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্ট ম্যাচটা হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট। আর ফ্লাডলাইটের নিচে খেলা আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্যেরই পরিচায়ক। টেস্ট ক্রিকেটের আধুনিক রূপটা কেমন, সেটা আরও ভালো করে বোঝা যাবে। দারুণ এই উপলক্ষে অনেক মানুষ আসবেন বলেই গোলাপি বলের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। ঐতিহাসিক সেই টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ক্রিকেটের রাজকীয় সংস্করণের ১৫০ বছর পূর্তিতে হতে যাওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। ম্যাচটি যদি পাঁচ দিন গড়ায়, তাহলে শেষ হবে ১৫ মার্চ। মেলবোর্নে এটাই ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে। এ বছর নারী অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এই মাঠে।
এ বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হচ্ছে অ্যাশেজ। পাঁচ ম্যাচের ঐতিহাসিক অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজটি হবে অস্ট্রেলিয়ায়। গ্রিনবার্গ এই অ্যাশেজ দেখতে মুখিয়ে আছেন। সিএ-এর প্রধান নির্বাহী বলেন,‘এই মৌসুমের অ্যাশেজ আগামী দুই বছরের মধ্যে লড়াইয়ের জন্য ক্ষুধাটা জাগিয়ে তুলবে। এই ঐতিহাসিক উপলক্ষটি যত এগিয়ে আসছে, উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১৮৭৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নেই ১৯৭৭ সালে হয়েছিল টেস্টের শতবর্ষব্যাপী ম্যাচটা। এই ম্যাচটাও ৪৫ রানে জিতেছিল অজিরা।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
২ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৮ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৯ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১০ ঘণ্টা আগে