হোম > খেলা > ক্রিকেট

নিষিদ্ধের তালিকায় সাকিব-আশরাফুল-নাসিরের পর সোহেলী

অনলাইন ডেস্ক

নিষিদ্ধের তালিকায় সাকিব-আশরাফুল-নাসিরের পর সোহেলী। ফাইল ছবি

বাংলাদেশের প্রাত্যহিক জীবনে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন নাগরিকদের গা সওয়া হয়ে গেছে, ক্রিকেটারদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়াও যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলে খেলা ক্রিকেটাররা কঠিন শাস্তিও পাচ্ছেন এ ধরনের ঘটনায়। তবু তালিকা বড় হয়েই চলেছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন নারী ক্রিকেটার সোহেলী আক্তার। তাঁকে আজ আইসিসি ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। এ নিয়ে গত ৭ বছরে বাংলাদেশের চার ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি—

মোহাম্মদ আশরাফুল

এক সময়ের বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা আশরাফুলের বিরুদ্ধে ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। পরে আশরাফুল এ বিষয়ে স্বীকারোক্তি দেন এবং জাতির কাছে ক্ষমা চান। পরে আশরাফুলকে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফিক্সিংয়ের সঙ্গে আশরাফুলের জড়িত থাকার ঘটনায় বিরাট ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট। আশরাফুল সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও আগের সেই জায়গায় ফিরতে পারেননি। বছর পাঁচেক ক্রিকেট চালিয়ে এখন কোচিংয়ে যুক্ত আশরাফুল। সবশেষ বিপিএলে তিনি রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

সাকিব আল হাসান

তারকাখ্যাতিতে অনেক আগেই আশরাফুলকে ছাড়িয়ে গেছেন সাকিব। তবে এ ধরনের ঘটনায় তাঁর ওপর নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসবে, সেটা ছিল কল্পনাতীত। ২০১৮ সালে দীপক আগারওয়াল নামের এক বুকির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও যথা সময়ে কর্তৃপক্ষকে জানাননি তিনি। সাকিব পরিষ্কার বুঝতে পেরেছিলেন আগারওয়াল তাঁর কাছ থেকে তথ্য নিয়ে জুয়ার কাজে তা ব্যবহার করবে। তবে এসিইউকে যথা সময়ে না জানানোই ছিল তাঁর অপরাধ। সাকিব নিজ থেকে সব দায় মেনে নিয়ে তদন্তের সময় সর্বোচ্চ সহযোগিতা করায় তিনি এক বছরের নিষেধাজ্ঞা পান। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেও সাকিবের ক্যারিয়ারের শেষটা মসৃণ হয়নি। পরে রাজনীতিতে যোগদান, ক্ষমতার পটপরিবর্তনে সাকিব এখন দেশেও ফিরতে পারছেন না।

নাসির হোসেন

নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসি এনেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে ২০২১ সালের আসরের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হলেও সেটি ব্যাহত হয়—এমন জানিয়েছিল আইসিসি। নাসিরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল আইসিসি। তাঁদের মধ্যে একমাত্র নাসিরই আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। গত বছর জানুয়ারিতে শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি। শাস্তির শর্ত পূরণ করতে পারলে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে নাসির ফিরতে পারবেন বলে জানায় আইসিসি।

সোহেলী আক্তার

৩৬ বছর বয়সী সোহেলী বাংলাদেশ দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২২ সালে। তবে মাঠে না থেকেও এক নারী ক্রিকেটারের মাধ্যমে চালিয়েছেন ফিক্সিংয়ের চেষ্টা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়েছিল সোহেলীর বিরুদ্ধে। আইসিসির ‘দুর্নীতি দমন নীতির’ পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তিনি। এ জন্য তাঁকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত পরশু ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে সোহেলীর নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর শুরু হয়ে গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, সোহেলীর সম্পর্কের এক ভাই (কাজিন) বাজি ধরেছিলেন বাজিকরদের সঙ্গে। এ বাজিকর অসাধু কাজটি করানোর চেষ্টা করেন সোহেলীর মাধ্যমে। মেয়েদের ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান সোহেলী। সেই ক্রিকেটারকে পেস বলের বিপক্ষে ‘হিট উইকেট’ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। দুর্নীতির জন্য বিনিময় হিসেবে সেই ক্রিকেটারকে দেখানো হয় বাংলাদেশি ২০ লাখ টাকার প্রলোভন। প্রয়োজন হলে আরও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবও দেন। সেই ক্রিকেটার অবশ্য অসাধু পথে পা না-দিয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (এসিইউ) জানান ব্যাপারটি।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত