হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপের পর তামিমের লক্ষ্য এবার বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আবারও এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। এবারের শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে। দুবাইয়ে পরশু যখন তামিমের হাতে ট্রফি ওঠে, তখন সুদূর দুবাই থেকে আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকায়। দেশে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে এই তরুণ তুর্কি জানালেন, এবার তাঁর লক্ষ্য বিশ্বকাপ।

এশিয়া কাপ জয় করে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল গত রাতে ফিরেছে ঢাকায়। বিমানবন্দরে নামা মাত্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেছেন। বাংলাদেশের শিরোপা উৎসবের ছবি সংবলিত একটি কেক কাটা হয়েছে। সংবাদকর্মীদের পাশাপাশি অনেক ভক্ত-সমর্থক ছিলেন সেখানে। ট্রফি হাতে অধিনায়ক তামিমের সঙ্গে সেলফি তুলতে ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

এশিয়া কাপে তামিম এবং তাঁর দলের পারফরম্যান্স শুধু মাঠেই নয়, জয় করেছে গ্যালারির হৃদয়ও। দুবাইয়েপ্রবাসী বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে নিয়মিত। ব্যতিক্রম ছিল না দুবাইয়ে পরশু অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও।

কেক কেটে শিরোপা জয়ের আনন্দ এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: বিসিবি

তামিম বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাঁদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি। এই ট্রফি শুধু আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

টানা দুবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। চিরচেনা দুবাইয়ে শিরোপা ধরে রাখতে পেরে তামিম যে কতটা তৃপ্ত, সেটা তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছে। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ দুই ম্যাচ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত