হোম > খেলা > ক্রিকেট

ভারতকে অপেক্ষায় রেখে সেমিফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

সেঞ্চুরি করেছেন পাকিস্তানের দুই ব্যাটার শাহজাইব খান ও মুহাম্মদ রিয়াজউল্লাহ। ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের যুবারা। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৬৯ রানে হারিয়েছে তারা। শারজায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে জাপানকে ২১১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত।

দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আমিরাতের অধিনায়ক আইয়ান আফজাল খান। শাহজাইব খান ও মুহাম্মদ রিয়াজউল্লাহর সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান তোলে পাকিস্তান। ৩১৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ২৪৫ রান করতে পারে স্বাগতিক আরব আমিরাত।

ওপেনিং জুটিতে শাহজাইব ও উসমান খান দারুণ শুরু এনে দেন পাকিস্তানকে। ১৯.৩ ওভারে উসমান (৪১) আউট হলে ভাঙে ৯৪ রানের ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটে শাহজাইব ও রিয়াজউল্লাহ গড়েন ১৮৩ রানের অসাধারণ এক জুটি। এই জুটিতে পাকিস্তান পৌঁছে যায় ২৭৭ রানে। ৪৭ তম ওভারে শাহজাইব আউট হলে ভাঙে জুটি।

আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১৫৯ রান করা শাহজাইব আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ১৩২ রানের দারুণ এক ইনিংস। ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। ৯টি চার ও ৩টি ছক্কায় ৯১ বলে ১০৬ রান এসেছে রিয়াজউল্লাহর ব্যাট থেকে। ২০ রানে অপরাজিত থাকেন ফাহাম-উল-হক। আমিরাতের পেসার নুরউল্লাহ আইয়ুবি ৬৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে কোণঠাসায় ভারত। আজ জাপানের বিপক্ষে মোহামেদ আমানের ১১৮ বলে ১২২ রানের কল্যাণে ৬ উইকেটে ৩৩৯ রান তোলে তারা। ৩৪০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে জাপানের যুবারা থেমেছে ৮ উইকেটে ১২৮ রানে। ভারতের পরবর্তী ম্যাচ আমিরাতের বিপক্ষে। সেই ম্যাচে জিততে পারলে সেমিতে পাকিস্তানের বিপক্ষে লড়তে হবে আমানদের।

শাস্তি বাড়ল হৃদয়ের, চার ম্যাচ নিষিদ্ধ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান