Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

এ বছরই শেষ আশরাফুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ বছরই শেষ আশরাফুলের

শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৩ সালে। এরপর আর দেখা যায়নি মোহাম্মদ আশরাফুলকে। ফিক্সিং কাণ্ডে শেষ হয়ে গেল আন্তর্জাতিক ক্যারিয়ারই। বাংলাদেশ ক্রিকেটের অনেক জয় ও স্মরণীয় মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। কিন্তু বয়সটা এখন ৩৯ ছুঁই ছুঁই, এর সঙ্গে ফর্ম-ফিটনেসের ধারও কমেছে। আশরাফুল জানালেন, ব্যাট-প্যাড তুলে রাখার সময় এসেছে। এ বছর পরই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। 

আজ ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষদিনে ব্রাদার্স ইউনিয়ন ছেড়ে আশরাফুল যোগ দেন মোহামেডানে। দুপুরের দিকে আজকের পত্রিকাকে আশরাফুল অবসর নিয়ে বলেন, ‘মোহামেডানের হয়ে এবার চ্যাম্পিয়ন হতে চাই, এটাই প্রত্যাশা। কারণ, এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগের শেষ মৌসুম। ২০০৯ সালেও মোহামেডানের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

এ বছর পরেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে আশরাফুল বলেন, ‘এ বছর যে বিসিএল-এনসিএল আছে সেগুলো খেলব। এ বছর পরেই আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাব।’ 

বাংলাদেশে হয়ে আশরাফুল ৬১ টেস্টে ২৭৩৭, ওয়ানডেতে ১৭৭ ম্যাচে ৩৭৬৮ এবং ২৩ টি-টোয়েন্টিতে ৪৫০ রান করেছেন। 

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম