হোম > খেলা > ক্রিকেট

আশরাফুল মনে করেন, তাঁর টেস্ট ও ওয়ানডে রেকর্ডও ভাঙবেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মারকুটে ব্যাটারদের তালিকা করলে মোহাম্মদ আশরাফুল নাম ওপরের দিকেই থাকবে। চার-ছক্কায় দর্শকদের মাতিয়ে রাখতে পছন্দ করতেন সাবেক এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটের রেকর্ড বইয়ে এখনো তাঁর নাম জ্বলজ্বল করছে। 

আশরাফুলের পরের প্রজন্মের ক্রিকেটার লিটন দাস। মাঠে আক্রমনাত্মক ব্যাটিংয়ে প্রায়ই মিল পাওয়া যায় দুজনের মধ্যে। এতদিন টেস্ট ও ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডের পাশে নাম ছিল শুধু আশরাফুলের। তবে গতকাল চট্টগ্রামে আয়ারনল্যান্ডের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের সাবেক অধিনায়কের ১৬ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ওপেনার-উইকেটরক্ষক লিটন। 

 ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করে রেকর্ড গড়েন আশরাফুল। যা ওই সময়ের বিশ্ব রেকর্ডই ছিল। আর বাংলাদেশর হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম।

লিটনের কাছে নিজের রেকর্ড হারালেও মন খারাপ হয়নি আশরাফুলের। আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলে রেকর্ড হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ডটা টিকে ছিল। টেস্ট ও ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড এখনও আমার আছে। আমি আশা করি, এই দুটি রেকর্ডও লিটনই ভাঙবে।’ 

লিটনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত আশরাফুল আরও বলেন, ‘ও যখন ভালো খেলে তখন দেখতেই মজা লাগে। সে বিশ্বমানের একজন ব্যাটার। আশা করি সে এভাবে ব্যাট করে যাবে।’ 

বাংলাদেশের বদলে যাওয়া আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে আশরাফুল বলেছেন, ‘অসাধারণ খেলছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তিনটা ম্যাচ জিতলাম। ওয়ানডেতেও শেয় ম্যাচটা জিতলাম। এখন পর্যন্ত এই বছর দুই ফরম্যাটেই চমৎকার খেলছি আমরা।

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু চান সৌম্য

আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাকি সব ম্যাচে হারলেও সমস্যা নেই রংপুরের, নিশ্চিত প্লে-অফ

পাকিস্তানের খেলা শুরু হতে আজও একই সমস্যা, দেখবেন কোথায়

সেকশন