হোম > খেলা > ক্রিকেট

আশরাফুল মনে করেন, তাঁর টেস্ট ও ওয়ানডে রেকর্ডও ভাঙবেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মারকুটে ব্যাটারদের তালিকা করলে মোহাম্মদ আশরাফুল নাম ওপরের দিকেই থাকবে। চার-ছক্কায় দর্শকদের মাতিয়ে রাখতে পছন্দ করতেন সাবেক এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটের রেকর্ড বইয়ে এখনো তাঁর নাম জ্বলজ্বল করছে। 

আশরাফুলের পরের প্রজন্মের ক্রিকেটার লিটন দাস। মাঠে আক্রমনাত্মক ব্যাটিংয়ে প্রায়ই মিল পাওয়া যায় দুজনের মধ্যে। এতদিন টেস্ট ও ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডের পাশে নাম ছিল শুধু আশরাফুলের। তবে গতকাল চট্টগ্রামে আয়ারনল্যান্ডের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের সাবেক অধিনায়কের ১৬ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ওপেনার-উইকেটরক্ষক লিটন। 

 ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করে রেকর্ড গড়েন আশরাফুল। যা ওই সময়ের বিশ্ব রেকর্ডই ছিল। আর বাংলাদেশর হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম।

লিটনের কাছে নিজের রেকর্ড হারালেও মন খারাপ হয়নি আশরাফুলের। আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলে রেকর্ড হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ডটা টিকে ছিল। টেস্ট ও ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড এখনও আমার আছে। আমি আশা করি, এই দুটি রেকর্ডও লিটনই ভাঙবে।’ 

লিটনের ব্যাটিং দেখে উচ্ছ্বসিত আশরাফুল আরও বলেন, ‘ও যখন ভালো খেলে তখন দেখতেই মজা লাগে। সে বিশ্বমানের একজন ব্যাটার। আশা করি সে এভাবে ব্যাট করে যাবে।’ 

বাংলাদেশের বদলে যাওয়া আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে আশরাফুল বলেছেন, ‘অসাধারণ খেলছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা তিনটা ম্যাচ জিতলাম। ওয়ানডেতেও শেয় ম্যাচটা জিতলাম। এখন পর্যন্ত এই বছর দুই ফরম্যাটেই চমৎকার খেলছি আমরা।

বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শাস্তি বাড়ছে হৃদয়ের, নিষিদ্ধ হতে পারেন চার ম্যাচও

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত