হোম > খেলা > ক্রিকেট

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জসপ্রীত বুমরা

ক্রীড়া ডেস্ক    

‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ জিতলেন বুমরা। ছবি: আইসিসি

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে তাঁর হাতে উঠেছে মর্যাদাপূর্ণ ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’।

২০২৪ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে ২১ ম্যাচে ৩৪ ইনিংসে ৮৬ উইকেট শিকার বুমরার। নজরকাড়া বোলিং গড় ১৩.৭৬, ইকোনমি ৩.০৬। ওয়ানডে সংস্করণে কোনো ম্যাচ না খেললেও বছরটিতে তাঁর চেয়ে বেশি উইকেট পাননি আর কেউ। এর মধ্যে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে বিশ্বকাপ জেতাতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টেসেরা। ১৩ টেস্টে শিকার করেছিলেন ৭১ উইকেট, যা লাল বলে গেল বছরের সর্বোচ্চ। ২০-এর কম গড়ে টেস্টে ২০০ উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলারের রেকর্ডও গড়েছেন তিনি।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা পুরস্কার জিতলেন বুমরা। তার আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭ ও ২০১৮) জিতেছিলেন। ৩১ বছর বয়সী পেসার ভারতের চার কিংবদন্তির পাশে বসতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুককে।

লম্বা সময় পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন বুমরা। ২০২৩ সালের আগস্টে মাঠে ফেরার পর বদলে যাওয়া এক বুমরাকেই দেখা গেল। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছিলেন। এ বছর বোর্ডার-গাভাস্কার সিরিজ দল হারলেও সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে ১৯ উইকেট নেন বুমরা। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দরে থাকলেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, সেই শঙ্কা থাকছেই। অস্ট্রেলিয়া সফরে সিরিজের শেষ টেস্টে আবারও চোট পড়েছেন তিনি।

শাস্তি বাড়ল হৃদয়ের, চার ম্যাচ নিষিদ্ধ

সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক, ইয়াসিরের সেঞ্চুরি মিস

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান