চিটাগং কিংসের ডাগআউটে জয়োৎসব। আর খুলনা টাইগার্সের ডাগআউটে নিস্তব্ধতা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারটাকে এখনো মেনে নিতে পারছেন না খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের জন্য জেসন হোল্ডারের করা ১৮তম ওভারটিকেই দায়ী করছেন মিরাজ।
খুলনা অধিনায়কের ভাষায়, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’ মিরাজ বলে গেলেন, ‘শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেওয়াতেই।’
বাংলাদেশের হয়ে বহু আন্তর্জাতিক ম্যাচে কঠিন পরিস্থিতি সামলেছেন মিরাজ। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, যেকোনো সময় কিছু একটা অঘটন ঘটবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল।’
চিটাগং কিংসের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির অন্যতম সেরা ব্যাটার খাজা নাফি। তৃতীয় উইকেটে হাসান তালাতের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ৪৮ বলে ৭০ রানের জুটি গড়া নাফি আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে। তাঁর ভাষায়, ‘আমরা জানতাম, তৃতীয় উইকেটে প্রতি ওভারে আটের বেশি রান তোলাটাই আমাদের জয়ের ভিত্তি তৈরি করেছে। তখন থেকেই বিশ্বাস ছিল, এই ম্যাচ আমরা জিতব। যদিও আমি আর তালাত—কেউই শেষ পর্যন্ত টিকতে পারিনি, তবে আলিস আর সানি ভাই যেভাবে ম্যাচ শেষ করল, তা অনবদ্য। বড় ম্যাচে নিজের কিছু অবদান রাখতে পারায় দারুণ অনুভূতি হচ্ছে।’